ISPROS গত অক্টোবর মাস থেকে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রোর মিরর হিসেবে কাজ করে আসছে। পরবর্তীতে এটি উবুন্টুর মিরর সাইট হিসেবেও কাজ শুরু করে। উবুন্টু এবং এর অফিসিয়াল সফটওয়্যারগুলো এই মিরর থেকে ডাউনলোড করা যায়। যারা স্মাইল/বিডিকম বা আইএসপ্রোসের ইন্টারনেট লাইন ব্যবহার করেন, তারা এই সাইট থেকে ১০০+ কেবি/সে স্পিডে ডাউনলোড করতে পারবেন (আপনার শেয়ারিং স্পিডের উপর নির্ভর করে এই স্পিড কম/বেশী হতে পারে)। তবে BDIX-এর সাথে যুক্ত অন্যান্য আইএসপির গ্রাহকগণও এই সুবিধা পাবেন বলে আশা করা যায়। আসুন তবে পদ্ধতিটি জেনে নেই।
একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালানঃ
sudo gedit /usr/share/python-apt/templates/Ubuntu.mirrors