বুধবার, ৩০ মার্চ, ২০১১

উবুন্টুর সফটওয়্যার রিপোজিটরী হিসেবে আইএসপ্রোসের সার্ভার ব্যবহার পদ্ধতি

ISPROS গত অক্টোবর মাস থেকে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রোর মিরর হিসেবে কাজ করে আসছে। পরবর্তীতে এটি উবুন্টুর মিরর সাইট হিসেবেও কাজ শুরু করে। উবুন্টু এবং এর অফিসিয়াল সফটওয়্যারগুলো এই মিরর থেকে ডাউনলোড করা যায়। যারা স্মাইল/বিডিকম বা আইএসপ্রোসের ইন্টারনেট লাইন ব্যবহার করেন, তারা এই সাইট থেকে ১০০+ কেবি/সে স্পিডে ডাউনলোড করতে পারবেন (আপনার শেয়ারিং স্পিডের উপর নির্ভর করে এই স্পিড কম/বেশী হতে পারে)। তবে BDIX-এর সাথে যুক্ত অন্যান্য আইএসপির গ্রাহকগণও এই সুবিধা পাবেন বলে আশা করা যায়। আসুন তবে পদ্ধতিটি জেনে নেই।

একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালানঃ

sudo gedit /usr/share/python-apt/templates/Ubuntu.mirrors

শনিবার, ২৬ মার্চ, ২০১১

উবুন্টুতে স্মাইল/বিডিকম ইন্টারনেট কানেকশন কনফিগার পদ্ধতি

স্মাইল/বিডিকমের ইন্টারনেট কানেকশনগুলো PPPoE ধরণের। উবুন্টুতে এ ধরণের কানেকশন সহজে কানেক্ট করার পদ্ধতি দুইরকম। একটি NM Applet দিয়ে আরেকটি টার্মিনাল কমান্ড দিয়ে। তবে এন এম অ্যাপ্লেট দিয়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমি সবসময় টার্মিনাল দিয়ে কানেক্ট হই। তাই এখানে আমি টার্মিনাল দিয়ে পিপিপিওই কানেক্ট করার পদ্ধতি বর্ণনা করব। উল্লেখ্য, এই পদ্ধতিতে স্মাইলের মত অন্য যে কোন আইএসপি যারা পিপিপিওই কানেকশন দিয়ে থাকে, তাদের লাইনও কানেক্ট করা যাবে।

প্রথম ধাপঃ
একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি লিখে এন্টার কী চাপুনঃ
sudo gedit /etc/NetworkManager/nm-system-settings.conf
এই ফাইলের একদম শেষে "managed=false" লেখাকে "managed=true" করে দিন। ফাইল সেভ করে ক্লোজ করে দিন।**

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes