উবুন্টু ১১.০৪-এ ইউনিটি ব্যবহার করা হয়েছে। এতে ডিফল্টভাবে প্যানেলের নোটিফিকেশন এরিয়া স্বল্প সংখ্যক অ্যাপ্লিকেশনের জন্য রেস্ট্রিকটেড করা আছে। এর ফলে নোটিফিকেশন এরিয়া বা Systray-তে আপনি নেটওয়ার্ক আইকন, স্কাইপি ও আর কয়েকটি অ্যাপ্লিকেশন ছাড়া বাকি কোন অ্যাপ্লিকেশনের আইকন দেখতে পাবেন না। যেমন, আপনি যদি ভিএলসি, পিজিন, শাটার, ডিল্যুয, বা কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে যেটি সিস-ট্রেতে আইকন দেখায়, সেগুলোর আইকন এই উবুন্টু ১১.০৪-এ দেখতে পাবেন না।
এই সমস্যা থেকে রেহাই পাবার জন্য আমাদেরকে এই নোটিফিকেশন এরিয়াকে সকল অ্যাপ্লিকেশনের জন্য রি-এনাবল করতে হবে। এজন্যে প্রথমে "dconf-editor" প্যাকেজটি ইন্সটল করে নিন। টার্মিনালে টাইপ করুন,
ইন্সটল শেষে Alt+F2 চেপে লিখুন "dconf-editor"। dconf-editor ওপেন হলে desktop > unity > panel-এ গিয়ে "systray-whitelist"-এর ভ্যালু পরিবর্তন করে দিন,
কাজ শেষে উবুন্টু থেকে লগআউট করে লগইন করুন।
উপরের কাজটি কমান্ড লাইনের মাধ্যমে সহজে করতে পারেন। এজন্যে টার্মিনালে লিখুন,
এরপর লগআউট করে লগইন করুন।
সূত্রঃ WEB UPD8