অনেক সময় আমাদের নানান প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দেখার প্রয়োজন পড়ে। এই কাজের জন্য উবুন্টুতে অনেক ধরণের সফটওয়্যার আছে, তবে এখানে আমি আপনাদের শুধুমাত্র তিনটি সফটওয়্যারের কথা বলব। এগুলো দিয়ে খুব সহজেই আপনি আপনার হার্ডওয়্যারের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন।
১. lshwক. কমান্ড লাইন ইন্টারফেস
টার্মিনালে বা যে কোন কমান্ড লাইন ইন্টারফেসে আপনার হার্ডওয়্যারের তথ্য দেখার জন্য lshw একটি চমৎকার অ্যাপ্লিকেশন। এর সাহায্যে আপনি হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য যেমন বায়োস ইনফো, ফার্মওয়্যার ইনফো, মাদারবোর্ড, মেমরী, সিপিইউ ইত্যাদি আরো অনেক তথ্যাদি জানতে পারবেন। মজার ব্যাপার হল, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে শুধু টার্মিনালেই নয়, আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্যগুলো HTML বা XML ফাইলে সংরক্ষণ করতে পারবেন।
lshw সাধারণত উবুন্টুতে ডিফল্টভাবে ইন্সটল করা থাকে। তবে যদি কোন কারণে আপনার উবুন্টুতে এটি ইন্সটল না করা থাকে, তবে ইন্সটলের জন্য লিখুন,
এবার টার্মিনালে রান করুন,
আপনি যদি এই তথ্যগুলো HTML ফাইলে সংরক্ষণ করতে চান, তবে টার্মিনালে কমান্ড দিন,
এতে করে আপনার হোম ফোল্ডারে "hardware_info.html" নামে একটি ফাইল তৈরী হবে। একে আপনার ওয়েব ব্রাউজার দিয়ে খুললে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্যাদি দেখতে পাবেন।