সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

প্যানেলের ক্লক অ্যাপলেট কাস্টোমাইজেশন।

উবুন্টু ইন্সটলের পর উপরের প্যানেলে দিন-তারিখ-সময় সমন্বয়ে ক্লক অ্যাপলেট দেয়া থাকে। উবুন্টু ফন্ট সেটিংসে Application Font সেটিংসে যে ফন্ট/সাইজ দেয়া থেকে ঘড়িতে সেই ফন্ট/সাইজ ব্যবহৃত হয়। আপনি চাইলেই এই ঘড়ির ফন্ট/সাইজ ইচ্ছামত পরিবর্তন করতে পারেন, এমনকি ফন্টের রং পরিবর্তন সহ ফন্টকে বোল্ডও করতে পারেন। প্রথমে আসুন কিছু স্ক্রিনশট দেখে নেইঃ

Stacked
Just Time
OS X Style
যেভাবে পরিবর্তন করবেনঃ

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes