উবুন্টু ইন্সটলের পর উপরের প্যানেলে দিন-তারিখ-সময় সমন্বয়ে ক্লক অ্যাপলেট দেয়া থাকে। উবুন্টু ফন্ট সেটিংসে Application Font সেটিংসে যে ফন্ট/সাইজ দেয়া থেকে ঘড়িতে সেই ফন্ট/সাইজ ব্যবহৃত হয়। আপনি চাইলেই এই ঘড়ির ফন্ট/সাইজ ইচ্ছামত পরিবর্তন করতে পারেন, এমনকি ফন্টের রং পরিবর্তন সহ ফন্টকে বোল্ডও করতে পারেন। প্রথমে আসুন কিছু স্ক্রিনশট দেখে নেইঃ
যেভাবে পরিবর্তন করবেনঃ
৩. Format ভ্যালুতে ডাবল ক্লিক করে লিখুন custom।
৪. custom_format ভ্যলুতে ডাবল ক্লিক করুন এবং নিচের ফরম্যাট অনুসারে কোড পেস্ট করুন।
ফরম্যাট ও কোড
Stacked |
Just Time |
OS X Style |
১. Alt+F2 প্রেস করে নিচের কোড লিখে এন্টার প্রেস করুন
২. কনফিগারেশন এডিটর উইন্ডোর বামের নেভিগেশন প্যানেল থেকে “Apps > Panel > Applets > Clock_Screen* > Prefs”-এ যান (*এই নামটি ভিন্ন হতে পারে, শুধু সেই অ্যাপলেটটি খুঁজে বের করুন যাতে Prefs ফোল্ডারটি আছে)।
gconf-editor
৩. Format ভ্যালুতে ডাবল ক্লিক করে লিখুন custom।
৪. custom_format ভ্যলুতে ডাবল ক্লিক করুন এবং নিচের ফরম্যাট অনুসারে কোড পেস্ট করুন।
ফরম্যাট ও কোড
- Stacked
<sup><span rise="3000" font_desc="ubuntu 7.5" color="#DFD8C8" weight="normal">%a %d %b</span></sup>%n<sub><span font_desc="ubuntu 7.5" color="#DFD8C8" weight="bold">%I:%M %p</span></sub>
- Just Time
<sup><span font_desc="Ubuntu 11" weight="Bold" >%I:%M %p</span></sup>
- OS X Style
<sup><span font_desc="Ubuntu 12"> %a </span> <span font_desc="Ubuntu 12" weight="Bold" >%I:%M %p</span></sup>
লক্ষ্য করুন, প্রথম কোডে ফন্ট হিসেবে উবুন্টু ফন্ট এবং সাইজ ৭.৫ ব্যবহার করা হয়েছে। ফন্টের রং সেট করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়েছে। আপনার পছন্দের ফন্ট/সাইজ ও রং ব্যবহারের জন্য এগুলো এডিট করে দিন।
%a, %d, %b, %I, %M, %p এগুলো ঘড়ির বিভিন্ন প্যারামিটার। আরো প্যারামিটারের জন্য এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার পছন্দের প্যারামিটার যোগ করে দিন। %n দ্বারা নতুন লাইন বোঝানো হয়েছে, প্রথম কোডের ফলাফল হিসেবে দেখতেই পাচ্ছেন ছবিতে তারিখ এবং সময় দুটি লাইনে দেখানো হচ্ছে।
নিচে আমি এখন যেভাবে অ্যাপলেটটি সেট করেছি তার ছবি ও কোড দিলাম,
%a, %d, %b, %I, %M, %p এগুলো ঘড়ির বিভিন্ন প্যারামিটার। আরো প্যারামিটারের জন্য এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার পছন্দের প্যারামিটার যোগ করে দিন। %n দ্বারা নতুন লাইন বোঝানো হয়েছে, প্রথম কোডের ফলাফল হিসেবে দেখতেই পাচ্ছেন ছবিতে তারিখ এবং সময় দুটি লাইনে দেখানো হচ্ছে।
নিচে আমি এখন যেভাবে অ্যাপলেটটি সেট করেছি তার ছবি ও কোড দিলাম,
<sup><span font_desc="Ubuntu 10"> %a %d %b</span> <span font_desc="Ubuntu 11" weight="Bold" > %I:%M %p </span></sup>
সূত্রঃ How to customize the clock applet in Ubuntu
লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪.১ ব্যবহার করা হয়েছে।
লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪.১ ব্যবহার করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন