উবুন্টুতে কোন পার্টিশন কিভাবে মাউন্ট হবে সেই তথ্যগুলো /etc/fstab-এ লিপিবদ্ধ থাকে। আপনি কোনো পার্টিশনে ফাইল ফোল্ডার তৈরী,কপি,পেস্ট কিংবা ডিলিট করতে পারবেন কিনা তার পারমিশনগুলো এই fstab ফাইলে দেয়া থাকে। PySDM বা Python Storage Device Manager দিয়ে আপনি এই কাজটি সহজে গ্রাফিক্যাল ইন্টারফেসে করতে পারেন। পার্টিশন মাউন্ট করার জন্য আরেকটি জনপ্রিয় প্যাকেজ হচ্ছে NTFS-Config। তবে এটা দিয়ে শুধুমাত্র ntfs পার্টিশনগুলোই মাউন্ট করতে পারবেন। অপরপক্ষে pysdm দিয়ে ntfs ছাড়াও উইন্ডোজে আরেকটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম FAT32 পার্টিশনকেও মাউন্ট করতে পারবেন।
PySDM ইন্সটলের জন্য টার্মিনালে লিখুনঃ
sudo apt-get install pysdm
ইন্সটল শেষ হলে System>Administration>Storage Device Manager থেকে PySDM চালু করুন। এখানে নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমার হার্ডডিস্কের মোট ৯টি পার্টিশন আছে। এরমধ্যে sda1,sda5-9 ছয়টি ntfs পার্টিশন এবং বাকি তিনটি উবুন্টুর রুট, হোম ও সোয়াপ। আমার কাজ হচ্ছে প্রথম ছয়টি এনটিএফএস পার্টিশনকে উবুন্টু চালু হওয়ার সময় অটোমাউন্ট করানো।