উবুন্টুতে ডিফল্টভাবে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স দেয়াই থাকে। নতুন ভার্সন ব্যবহারের জন্য রিপো আপডেট করে ফায়ারফক্স আপগ্রেড করে নিলেই হয়। এছাড়া ফায়ারফক্সের 'স্ট্যাবল ' ও 'বেটা' দুটি পিপিএ আছে। এগুলো দিয়েও আপনি ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। তবে, এসব ছাড়াও আপনি ফায়ারফক্সের সাইট থেকে tar.bz2 এক্সটেনশনের আর্কাইভ ফাইল ডাউনলোড করে ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। এর অন্যতম সুবিধাটি হচ্ছে, এটি পোর্টেবল-অর্থাৎ, একে ব্যবহারের জন্য ইন্সটলের প্রয়োজন নেই। এক্সিকিউটেবল ফাইল ডাবল ক্লিক করে ওপেন করলেই ফায়ারফক্স চালু হয়ে যাবে। একে ইচ্ছা করলে আপনি আপনার অন্য লিনাক্স ডিস্ট্রোতেও ওপেন করতে পারবেন।
ফায়ারফক্সের এই পোর্টেবল ভার্সন ডাউনলোডের জন্য http://www.mozilla.org/en-US/firefox/new/ লিঙ্কে গিয়ে tar.bz2 এক্সটেনশনের আর্কাইভ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে আর্কাইভ ফাইলটিকে ওপেন করলে এর মধ্যে "firefox" নামের একটি ফোল্ডার পাবেন। একে আপনার ডিস্কে সুবিধামত জায়গায় এক্সট্রাক্ট করুন। যেমন, আমি আমার হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করেছি। এবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে "firefox" নামের ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করলেই পোর্টেবল ফায়ারফক্স চালু হয়ে যাবে।