সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

tar.bz2 আর্কাইভ ফাইল দিয়ে পোর্টেবল ফায়ারফক্স ব্যবহার পদ্ধতি।

উবুন্টুতে ডিফল্টভাবে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স দেয়াই থাকে। নতুন ভার্সন ব্যবহারের জন্য রিপো আপডেট করে ফায়ারফক্স আপগ্রেড করে নিলেই হয়। এছাড়া ফায়ারফক্সের 'স্ট্যাবল ' ও 'বেটা' দুটি পিপিএ আছে। এগুলো দিয়েও আপনি ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। তবে, এসব ছাড়াও আপনি ফায়ারফক্সের সাইট থেকে tar.bz2 এক্সটেনশনের আর্কাইভ ফাইল ডাউনলোড করে ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। এর অন্যতম সুবিধাটি হচ্ছে, এটি পোর্টেবল-অর্থাৎ, একে ব্যবহারের জন্য ইন্সটলের প্রয়োজন নেই। এক্সিকিউটেবল ফাইল ডাবল ক্লিক করে ওপেন করলেই ফায়ারফক্স চালু হয়ে যাবে। একে ইচ্ছা করলে আপনি আপনার অন্য লিনাক্স ডিস্ট্রোতেও ওপেন করতে পারবেন।

ফায়ারফক্সের এই পোর্টেবল ভার্সন ডাউনলোডের জন্য http://www.mozilla.org/en-US/firefox/new/ লিঙ্কে গিয়ে tar.bz2 এক্সটেনশনের আর্কাইভ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে আর্কাইভ ফাইলটিকে ওপেন করলে এর মধ্যে "firefox" নামের একটি ফোল্ডার পাবেন। একে আপনার ডিস্কে সুবিধামত জায়গায় এক্সট্রাক্ট করুন। যেমন, আমি আমার হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করেছি। এবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে "firefox" নামের ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করলেই পোর্টেবল ফায়ারফক্স চালু হয়ে যাবে। ইউনিটি ইন্টিগ্রেশন

১. গ্লোবাল-মেনুঃ পোর্টেবল ফায়ারফক্সে ইউনিটির গ্লোবাল-মেনু(প্যানেলে মেনুবার) সেট করার জন্য প্রথমে এই লিঙ্ক থেকে ডেব প্যাকেজটি ডাউনলোড করুন।

http://packages.ubuntu.com/oneiric/i386/firefox-globalmenu/download

এটি i386 আর্কিটেকচারে উবুন্টু ১১.১০-Oneiric Ocelot-এর জন্য। ন্যাটি বা অন্য ভার্সনের জন্য লিঙ্কে oneiric-এর বদলে natty বা সংশ্লিষ্ট নাম যোগ করে দিন। এই ডেব প্যাকেজটিকে রাইট ক্লিক করে "Open with Archive Manage" সিলেক্ট করুন, এবং একে আপনার সুবিধামত স্থানে এক্সট্রাক্ট করুন। এতে দুটি ফোল্ডার পাবেন, "DEBIAN" ও "usr"। এই usr ফোল্ডারে usr/lib/firefox-addons/extensions/ ফোল্ডারে মধ্যে থাকা "globalmenu@ubuntu.com" ফোল্ডারটিকে কপি করে আপনার পোর্টেবল ফায়ারফক্স ফোল্ডারের "extensions" ফোল্ডারে পেস্ট করে দিন। এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন, দেখবেন ফায়ারফক্স গ্লোবাল-মেনু অ্যাডঅন অ্যালাউ করার পার্মিশন চাইবে। পার্মিশন দেয়ার পর ফায়ারফক্স রিস্টার্ট দিলে ইউনিটি প্যানেলে ফায়ারফক্সের গ্লোবাল মেনু পাবেন।

২. লঞ্চারবারে শর্টকাট হিসেবে পোর্টেবল ফায়ারফক্স যোগ করাঃ টার্মিনালে লিখুন, gedit firefox.desktop এতে নিচের লেখাগুলো কপি-পেস্ট করে বসিয়ে দিন এবং ফাইলটিকে সেভ করুন,
[Desktop Entry]
Name=Firefox
Exec=/home/your_user_name/firefox/firefox %u
Terminal=false
Icon=firefox
Type=Application
Exec লাইনে your_user_name-এ আপনার ইউজারনেমটি দিন। যেমন, আমার ইউজার নেম icche_ghuri, আমি এই ফায়ারফক্স ফোল্ডারটি এক্সট্রাক্ট করেছিলাম আমার হোম ফোল্ডার বা /home/icche_ghuri/-তে তাই Exec লাইনটি আমার বেলায় ছিল,
Exec=/home/icche_ghuri/firefox/firefox %u
এবার আপনার হোম ফোল্ডারে গিয়ে firefox.desktop ফাইলটিকে ড্র্যাগ-ড্রপ করে ইউনিটির লঞ্চারবারে ছেড়ে দিন। এখন লঞ্চারে আপনার পোর্টেবল ফায়ারফক্সের শর্টকাট পেয়ে যাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes