শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

ব্লুটুথ কানেকশনের মাধ্যমে উবুন্টুতে মোবাইল ইন্টারনেট কানেকশন পদ্ধতি

আমরা অনেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকি। বর্তমান সময়ে অল্প কিছু মোবাইল সেট ছাড়া বেশীর ভাগ সেটের ড্রাইভারই উবুন্টুতে বিল্টইন থাকে। ডাটা ক্যাবল লাগিয়ে অল্প কিছু ধাপ অনুসরণ করে খুব সহজেই ইন্টারনেট সেট করা যায়। আমি এই লেখায় দেখাব কি করে ডাটা ক্যাবল ছাড়া ব্লুটুথের মাধ্যমে উবুন্টু ও মিন্টে মোবাইল ইন্টারনেট কানেকশন সেট করতে হয়। এখানে আমার মোবাইল সেটটি ছিল নোকিয়া C5-03 ও আমি গ্রামীনফোনের গ্রাহক, তাই শুধু গ্রামীনফোনের কানেকশন সেট করা দেখাব। তবে অন্যান্য অপারেটরের ক্ষেত্রে একই ধাপ অনুসরণ করলেই হবে। পার্থক্য কোথায়, সেটা লেখাতেই পাবেন।

প্রথম ধাপঃ ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেক্ট করা

প্রথমে আপনার পিসি/ল্যাপটপ ও মোবাইল উভয়েরই ব্লুটুথ ON করুন। এরপর প্যানেলে ব্লুটুথ আইকনে ক্লিক করে "Blutooth Settings..."-এ ক্লিক করুন

অথবা ড্যাশে bluetooth লিখে সার্চ দিয়ে সেটিংস উইন্ডো চালু করুন

ব্লুটুথ সেটিংস উইন্ডো চালু হলে এর নিচের দিকে '+' চিহ্নে ক্লিক করুন

এখন Bluetooth New Device Setup উইন্ডো আসবে, এখানে আপনার মোবাইল সেট করতে হবে

এখন Continue বাটনে ক্লিক করে পরের ধাপে যান। এ ধাপে ব্লুটুথ ম্যানেজার আপনার মোবাইল সার্চ করবে এবং সব ঠিকঠাক থাকলে লিস্টে Type: Phone হিসেবে আপনার মোবাইলের নাম দেখতে পাবেন

এখন আপনার মোবাইলটি সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন। অন্যান্য অপশন যেমন Device Type, PIN options পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। এখন পরের ধাপে একটি পিন নম্বর দেখতে পাবেন, এই নম্বর আপনার মোবাইলে টাইপ করে পেয়ার করুন

মোবাইলে ঠিকঠাক মত নম্বর লিখে পেয়ার করলে ব্লুটুথ ম্যানেজার অটোমেটিক পরের ধাপে চলে যাবে, যেখানে আপনার মোবাইল ঠিক মত সেট হয়েছে তার মেসেজ দেখতে পাবেন

এই শেষ ধাপের Access the Internet using your mobile phone(DUN) সিলেক্ট করলে আপনার মোবাইলে অ্যালার্ট পাবেন যে অন্য কোন ডিভাইস আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংস ব্যবহার করার পারমিশন চাচ্ছে। মোবাইলে তখন পারমিশন অ্যাকসেপ্ট করলে উবুন্টুতে New Mobile Broadband Connection উইন্ডো আসবে এবং এতে মোবাইল ইন্টারনেট সেটিংস শুরু হবে।

দ্বিতীয় ধাপঃ উবুন্টু/মিন্টে মোবাইল ইন্টারনেট সেটিংস

New Mobile Broadband Connection উইন্ডোর প্রথম ধাপে পরবর্তী ধাপে সেটিংসের জন্য কি কি ইনফরমেশনগুলি লাগবে তা দেখতে পাবেন। Continue করে পরের ধাপে যান

Country or Region List থেকে Bangladesh সিলেক্ট করে Continue করুন

এখন প্রোভাইডার লিস্ট পাবেন। আগেই বলেছি আমি গ্রামীনফোনের গ্রাহক, তাই নিচের ছবিতে দেখতে পাচ্ছেন প্রোভাইডার হিসেবে গ্রামীনফোন সিলেক্ট করা। আপনি আপনার প্রোভাইডারের নাম সিলেক্ট করে Continue করুন

এখন Billing Plan সিলেক্ট করতে বলবে। এখানে প্ল্যান হিসেবে Default রেখেই পরের ধাপে Continue করুন

Confirm Settings ধাপে আপনার করা সেটিংসের সারাংশ দেখাবে। কোন ভুল হয়ে থাকলে Go Back চেপে আগের ধাপগুলোতে যেয়ে ঠিক করে আসুন। আর সব ঠিক থাকলে Apply বাটনে ক্লিক করে সেটিংস সম্পন্ন করুন

এখন Bluetooth New Device Setup উইন্ডোতে Your phone is now ready to use! মেসেজ পাবেন অর্থাৎ, আপনার সেটিংস শেষ এখন আপনি উবুন্টুতে আপনার মোবাইলের নেট কানেক্ট করতে প্রস্তুত

এখন প্যানেলের নেটওয়ার্ক আইকনে ক্লিক করলে লিস্টে আপনার মোবাইল কানেকশনের নাম পাবেন। এটাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি অ্যালার্ট পাবেন যে মোবাইলের নেট কানেক্ট করার পারমিশন চাচ্ছে। পারমিশন অ্যাকসেপ্ট করলে কিছুক্ষণের মধ্যেই আপনার নেট কানেক্ট হবে

লেখাটি লেখার সময় উবুন্টু ১২.০৪ ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes