সোমবার, ১৩ জুন, ২০১১

উবুন্টু ১১.০৪-এ সকল অ্যাপ্লিকেশনের জন্য প্যানেলের নোটিফিকেশন এরিয়া Re-Enable করার পদ্ধতি

উবুন্টু ১১.০৪-এ ইউনিটি ব্যবহার করা হয়েছে। এতে ডিফল্টভাবে প্যানেলের নোটিফিকেশন এরিয়া স্বল্প সংখ্যক অ্যাপ্লিকেশনের জন্য রেস্ট্রিকটেড করা আছে। এর ফলে নোটিফিকেশন এরিয়া বা Systray-তে আপনি নেটওয়ার্ক আইকন, স্কাইপি ও আর কয়েকটি অ্যাপ্লিকেশন ছাড়া বাকি কোন অ্যাপ্লিকেশনের আইকন দেখতে পাবেন না। যেমন, আপনি যদি ভিএলসি, পিজিন, শাটার, ডিল্যুয, বা কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে যেটি সিস-ট্রেতে আইকন দেখায়, সেগুলোর আইকন এই উবুন্টু ১১.০৪-এ দেখতে পাবেন না।

এই সমস্যা থেকে রেহাই পাবার জন্য আমাদেরকে এই নোটিফিকেশন এরিয়াকে সকল অ্যাপ্লিকেশনের জন্য রি-এনাবল করতে হবে। এজন্যে প্রথমে "dconf-editor" প্যাকেজটি ইন্সটল করে নিন। টার্মিনালে টাইপ করুন,

sudo apt-get install dconf-tools

ইন্সটল শেষে Alt+F2 চেপে লিখুন "dconf-editor"। dconf-editor ওপেন হলে desktop > unity > panel-এ গিয়ে "systray-whitelist"-এর ভ্যালু পরিবর্তন করে দিন,

['all']

কাজ শেষে উবুন্টু থেকে লগআউট করে লগইন করুন।

উপরের কাজটি কমান্ড লাইনের মাধ্যমে সহজে করতে পারেন। এজন্যে টার্মিনালে লিখুন,

gsettings set com.canonical.Unity.Panel systray-whitelist "['all']"

এরপর লগআউট করে লগইন করুন।


সূত্রঃ WEB UPD8

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes