মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

উবুন্টুতে শাটডাউন শর্টকাট কী হিসেবে Ctrl+Alt+Delete সেট করার পদ্ধতি

আমি ১১.১০ থেকে লিখছি, তবে এই পদ্ধতি ভবিষ্যতের ভার্সনগুলোতেও কাজে লাগবে আশা করি।

ইউনিটি আসার আগে Ctrl+Alt+Delete শর্টকাট কী দিয়ে শাটডাউন করা যেত, কিন্তু এটা এখন লগআউটের শর্টকাট কী হিসেবে সেট করা হয়েছে। একে পুনরায় শাটডাউনের জন্য সেট করতে প্রথমে উপরের প্যানেলের একদম ডান কোনার সেটিংস মেনু থেকে System Settings > Keyboard-এ যান(শুধু Keyboard, Keyboard Layout নয়)। এবার Keyboard উইন্ডোর Shortcuts ট্যাবের বাম পাশের প্যানেল থেকে System অপশনে যান। এবার ডান পাশের প্যানেলে Log out অপশনের ডানপাশে শর্টকাট কী হিসেবে Ctrl+Alt+Delete দেখতে পাবেন। এই শর্টকাট কী'র উপরে ক্লিক করে কীবোর্ডের ব্যাকস্পেস চাপুন, তাহলে লগআউটের শর্টকাট হিসেবে Ctrl+Alt+Delete আনসেট হয়ে যাবে এবং সে জায়গায় Disable লেখা দেখতে পাবেন।

এখন ডান পাশের প্যানেলে একদম নিচে Custom Shortcuts সিলেক্ট করুন। এবার ডানপাশের প্যানেলের নিচের দিকে প্লাস(+) চিহ্নের ক্লিক করুন। এতে নতুন অপশন যোগ করার উইন্ডো পাবেন। এতে Name-এর ঘরে Shutdown এবং Command-এর ঘরে নিচের কোডটি লিখে Apply বাটন প্রেস করুন,

/usr/lib/indicator-session/gtk-logout-helper --shutdown

এবার Shutdown-এর ডান পাশে Disable লেখার উপর ক্লিক করুন, নতুন শর্টকাট কী চাইবে, Ctrl+Alt+Delete চাপুন। ব্যস কাজ শেষ, Keyboard উইন্ডো ক্লোজ করে দিন। এখন থেকে Ctrl+Alt+Delete চাপলে শাটডাউনের উইন্ডো আসবে।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes