সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০১১

PySDM: উইন্ডোজ পার্টিশন অটোমাউন্ট করুন উবুন্টুতে

উবুন্টুতে কোন পার্টিশন কিভাবে মাউন্ট হবে সেই তথ্যগুলো /etc/fstab-এ লিপিবদ্ধ থাকে। আপনি কোনো পার্টিশনে ফাইল ফোল্ডার তৈরী,কপি,পেস্ট কিংবা ডিলিট করতে পারবেন কিনা তার পারমিশনগুলো এই fstab ফাইলে দেয়া থাকে। PySDM বা Python Storage Device Manager দিয়ে আপনি এই কাজটি সহজে গ্রাফিক্যাল ইন্টারফেসে করতে পারেন। পার্টিশন মাউন্ট করার জন্য আরেকটি জনপ্রিয় প্যাকেজ হচ্ছে NTFS-Config। তবে এটা দিয়ে শুধুমাত্র ntfs পার্টিশনগুলোই মাউন্ট করতে পারবেন। অপরপক্ষে pysdm দিয়ে ntfs ছাড়াও উইন্ডোজে আরেকটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম FAT32 পার্টিশনকেও মাউন্ট করতে পারবেন।

PySDM ইন্সটলের জন্য টার্মিনালে লিখুনঃ
sudo apt-get install pysdm
ইন্সটল শেষ হলে System>Administration>Storage Device Manager থেকে PySDM চালু করুন। এখানে নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমার হার্ডডিস্কের মোট ৯টি পার্টিশন আছে। এরমধ্যে sda1,sda5-9 ছয়টি ntfs পার্টিশন এবং বাকি তিনটি উবুন্টুর রুট, হোম ও সোয়াপ। আমার কাজ হচ্ছে প্রথম ছয়টি এনটিএফএস পার্টিশনকে উবুন্টু চালু হওয়ার সময় অটোমাউন্ট করানো।

উবুন্টুতে ইন্সটল করুন Plymouth গ্রাফিক্যাল বুট প্রসেস থিম

প্লাইমাউথ হচ্ছে ফেডোরার একটি প্রজেক্ট যা কিনা ফ্লিকার মুক্ত গ্রাফিক্যাল বুট প্রসেস তৈরী করে। যারা ফেডোরা, কুবুন্টু বা অন্য কোন কেডিই ডিস্ট্রো ব্যবহার করেছেন, তারা হয়ত ইতিমধ্যে Plymouth থিমের নাম শুনেছেন বা ব্যবহার করেছেন। প্লাইমাউথের সাহায্যে আপনার উবুন্টুর বুট প্রসেসকে অত্যন্ত সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে পারেন। আসুন প্রথমে কিছু থিমের স্ক্রিনশট দেখে নেইঃ

ফেডোরার সোলার (উবুন্টু ভার্শন)

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০১১

টিউটোরিয়ালঃ আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল পদ্ধতি

উবুন্টু বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। অনেকে উইন্ডোজ ব্যবহারের পাশাপাশি কিছুদিনের জন্য উবুন্টু ব্যবহারের স্বাদ নিতে চান। কিন্তু মাসে দুই/তিন বার উইন্ডোজ ইন্সটল দেয়ার অভিজ্ঞতা থাকলেও উবুন্টু ইন্সটল দিলে কি না কি হয়, এই ভয়ে অনেকে উবুন্টু ইন্সটল করতে পারেন না বা চান না। আবার অনেকে কম্পিউটার সম্পর্কে অল্প-স্বল্প ধারণা থাকায় এই ব্যপারে রীতিমত আতংকিত থাকেন। আপনার উইন্ডোজ ইন্সটল করা পিসিতে উবুন্টু মূলতঃ দুইভাবে ইন্সটল করতে পারবেন, এক-হার্ডডিস্কে আলাদা পার্টিশন করে, দুই-Wubi দিয়ে উইন্ডোজের মধ্যে। Wubi অর্থাৎ, Windows based UBuntu Installer দিয়ে আপনি উইন্ডোজের মধ্যে উবুন্টু ইন্সটল করতে পারবেন, তবে এতে পারফরম্যান্স কিছুটা কম পাবেন। আর যদি আপনার উইন্ডোজ কখনও ক্র্যাশ করে তবে সমস্যায় পরতে পারেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল করা যায়। এখানে উবুন্টু ১০.১০ ইন্সটল পদ্ধতি দেখানো হয়েছে।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes