বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

উবুন্টুতে হটস্পটের মাধ্যমে WiFi জোন তৈরী পদ্ধতি

আমরা অনেক সময় ঘরের একটি মাত্র ইন্টারনেট কানেকশনকে একাধিক ডিভাইস যেমন পিসি, ল্যাপটপ, মোবাইল ইত্যাদিতে ব্যবহার করতে চাই। এজন্যে এই ডিভাইসগুলোর যে কোন একটিকে Wireless Hotspot বানিয়ে অন্য ডিভাইসগুলোতে সহজেই ইন্টারনেট কানেকশন শেয়ার করা যায়। উবুন্টুতে এই হটস্পট তৈরী করা কয়েকটি ক্লিকের ব্যাপার মাত্র। আসুন দেখে নেই কিভাবে উবুন্টুতে অতিরিক্ত কোন কিছু ইন্সটল ছাড়াই খুব সহজে একে হটস্পট বানানো যায়।

প্রথমে প্যানেলের গিয়ার আইকনের ক্লিক করে System Settings-এ যান,

এখান থেকে Network সেটিংস ওপেন করুন,

এখন বাম পাশের প্যানেল থেকে Wireless সিলেক্ট করুন,

এই Wireless সেটিংসের নিচের দিকের Use as Hotspot বাটনে ক্লিক করুন। এতে করে প্রথমে আপনার মূল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে আবার হটস্পট কানেকশন সহ অটোমেটিক কানেক্ট হবে।

উপরের ছবিতে নিচের দিকে একটি Security Key দেখতে পাচ্ছেন। আপনি যখন মোবাইল বা অন্য কোন ডিভাইস দিয়ে এই হটস্পটের কানেক্ট হবেন, তখন এই Security Key-টি দরকার হবে।

হটস্পট তৈরী হবার পরে Wireless সেটিংসে Options বাটনটি অ্যাক্টিভ হবে। এই বাটনে ক্লিক করে আপনার হটস্পট কানেকশনের বিভিন্ন সেটিংস ইচ্ছেমত পরিবর্তন করতে পারবেন।

সেটিংস পরিবর্তন করার পর Stop Hotspot বাটনে ক্লিক করে প্রথমে হটস্পট বন্ধ করে আবার Use as Hotspot-এ ক্লিক করুন, তাহলে নতুন সেটিংস অনুযায়ী হটস্পট কানেকশন চালু হবে

যে কোন সময় হটস্পট নেটওয়ার্ক বন্ধ করতে চাইলে Stop Hotspot-এ ক্লিক করলেই নেটওয়ার্ক ডিস্কানেক্ট হয়ে যাবে।

লেখাটি লেখার সময় উবুন্টু ১২.০৪ ব্যবহার করা হয়েছে।

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

ব্লুটুথ কানেকশনের মাধ্যমে উবুন্টুতে মোবাইল ইন্টারনেট কানেকশন পদ্ধতি

আমরা অনেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকি। বর্তমান সময়ে অল্প কিছু মোবাইল সেট ছাড়া বেশীর ভাগ সেটের ড্রাইভারই উবুন্টুতে বিল্টইন থাকে। ডাটা ক্যাবল লাগিয়ে অল্প কিছু ধাপ অনুসরণ করে খুব সহজেই ইন্টারনেট সেট করা যায়। আমি এই লেখায় দেখাব কি করে ডাটা ক্যাবল ছাড়া ব্লুটুথের মাধ্যমে উবুন্টু ও মিন্টে মোবাইল ইন্টারনেট কানেকশন সেট করতে হয়। এখানে আমার মোবাইল সেটটি ছিল নোকিয়া C5-03 ও আমি গ্রামীনফোনের গ্রাহক, তাই শুধু গ্রামীনফোনের কানেকশন সেট করা দেখাব। তবে অন্যান্য অপারেটরের ক্ষেত্রে একই ধাপ অনুসরণ করলেই হবে। পার্থক্য কোথায়, সেটা লেখাতেই পাবেন।

প্রথম ধাপঃ ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেক্ট করা

প্রথমে আপনার পিসি/ল্যাপটপ ও মোবাইল উভয়েরই ব্লুটুথ ON করুন। এরপর প্যানেলে ব্লুটুথ আইকনে ক্লিক করে "Blutooth Settings..."-এ ক্লিক করুন

অথবা ড্যাশে bluetooth লিখে সার্চ দিয়ে সেটিংস উইন্ডো চালু করুন

ব্লুটুথ সেটিংস উইন্ডো চালু হলে এর নিচের দিকে '+' চিহ্নে ক্লিক করুন

এখন Bluetooth New Device Setup উইন্ডো আসবে, এখানে আপনার মোবাইল সেট করতে হবে

এখন Continue বাটনে ক্লিক করে পরের ধাপে যান। এ ধাপে ব্লুটুথ ম্যানেজার আপনার মোবাইল সার্চ করবে এবং সব ঠিকঠাক থাকলে লিস্টে Type: Phone হিসেবে আপনার মোবাইলের নাম দেখতে পাবেন

এখন আপনার মোবাইলটি সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন। অন্যান্য অপশন যেমন Device Type, PIN options পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। এখন পরের ধাপে একটি পিন নম্বর দেখতে পাবেন, এই নম্বর আপনার মোবাইলে টাইপ করে পেয়ার করুন

মোবাইলে ঠিকঠাক মত নম্বর লিখে পেয়ার করলে ব্লুটুথ ম্যানেজার অটোমেটিক পরের ধাপে চলে যাবে, যেখানে আপনার মোবাইল ঠিক মত সেট হয়েছে তার মেসেজ দেখতে পাবেন

এই শেষ ধাপের Access the Internet using your mobile phone(DUN) সিলেক্ট করলে আপনার মোবাইলে অ্যালার্ট পাবেন যে অন্য কোন ডিভাইস আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংস ব্যবহার করার পারমিশন চাচ্ছে। মোবাইলে তখন পারমিশন অ্যাকসেপ্ট করলে উবুন্টুতে New Mobile Broadband Connection উইন্ডো আসবে এবং এতে মোবাইল ইন্টারনেট সেটিংস শুরু হবে।

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

APTonCD-র সাহায্যে প্যাকেজ ব্যাকআপ ও অনলাইন অথবা অফলাইন উবুন্টুতে তা রিস্টোর পদ্ধতি

উবুন্টুতে ডাউনলোড করা সফটওয়্যার বা প্যাকেজগুলো ব্যাকআপ ও রিস্টোর করার বেশ কয়েক রকম পদ্ধতি আছে। এই লেখায় আমি বলব APTonCD নিয়ে। এখানে আমরা দেখব কিভাবে APTonCD দিয়ে ডাউনলোড করা প্যাকেজগুলো সহজে ব্যাকআপ নেয়া যায় ও পরবর্তীতে এই ব্যাকআপ নেয়া প্যাকেজগুলো রিস্টোর করতে হয়। লক্ষ্যণীয় যে, ডাউনলোড ও ব্যাকআপ পর্বের জন্য আপনার উবুন্টুতে নেট কানেক্ট থাকতে হবে তা বলাই বাহুল্য, কিন্তু রিস্টোর করার ক্ষেত্রে আপনার উবুন্টুতে কোনো নেট কানেকশনের প্রয়োজন নেই। অর্থাৎ, আপনি একটি অফলাইন পিসিতে খুব সহজে APTonCD দিয়ে আপনার পছন্দ মত প্যাকেজ ইন্সটল করতে পারবেন। এমনকি অফলাইন পিসিতে উবুন্টুর প্যাকেজ আপডেটও করতে পারবেন।

ব্যাকআপঃ

উবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকে APTonCD ইন্সটল করে নিন, অথবা টার্মিনালে ইন্সটল করতে চাইলে টাইপ করুন,

sudo apt-get install aptoncd

ড্যাশ থেকে অ্যাপ্টঅনসিডি ওপেন করে এর Create বাটনে ক্লিক করুন,

সফটওয়্যার সেন্টার বা apt-get install এর মাধ্যমে ইন্সটল করা সকল প্যাকেজ আপনার File System বা রুট ডিরেক্টরীর /var/cache/apt/archives ফোল্ডারে সেভ হয়। APTonCD-র Create বাটনে ক্লিক করার পর যে প্যাকেজ লিস্ট দেখবেন সেগুলো এই ফোল্ডারে সেভ হওয়া সকল প্যাকেজের।

এখন আপনি যদি অন্য কোন ফোল্ডারে আগে থেকে ডাউনলোড করা প্যাকেজ সেভ করে রাখেন এবং সেগুলোও এই ব্যাকআপে রাখতে চান, তাহলে Create উইন্ডোর Add>Folder-এ ক্লিক করে আপনার ফোল্ডার সিলেক্ট করে দিন।

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

উবুন্টুতে NM Applet দিয়ে সহজে গ্রাফিক্যালি PPPoE কানেক্ট করার পদ্ধতি

আমি এর আগে উবুন্টুতে টার্মিনালে কমান্ড লাইনের সাহায্যে PPPoE কানেক্ট করার পদ্ধতি লিখেছিলাম এখানে। সমস্যা হচ্ছে উবুন্টুর সাম্প্রতিক ভার্সনগুলোতে এই নিয়মে নেট কানেক্ট করলে বেশ ঝামেলা পোহাতে হয়। বেশীরভাগ সময়ই নেট কানেক্ট হয় না, কিংবা কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি নেটের লাইনের কোন সমস্যার কারণে নেট না পান, আর ঐ সময় যদি উবুন্টু চালু করেন, তাহলে বুটের সময় উবুন্টু এই কানেকশন সার্চ করতে থাকে এবং তা প্রায় ৫ মিনিটের বেশী সময় ধরে চলতে থাকে-যেটা খুবই বিরক্তিকর। এই লেখায় আমি দেখাব কিভাবে খুব সহজে উবুন্টুতে NM Applet দিয়ে গ্রাফিক্যালি PPPoE কানেক্ট করা যায়। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, এই নিয়মে নেট কানেক্ট করলে LAN কাজ করবে না। অর্থাৎ, আপনি গুগল, ফেসবুক ইত্যাদি সাইট ভিজিট করতে পারবেন, কিন্তু আপনার ল্যানের কোন পিসিতে কানেক্ট হতে পারবেন না।

আমি স্মাইল/বিডিকমের PPPoE ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। তাই এখানে উবুন্টুতে আমি কিভাবে স্মাইলের লাইন কানেক্ট করি সেটাই তুলে ধরছি।

প্রথমে প্যানেল থেকে NM Applet-এর আইকনে ক্লিক করে (ছবি-১ দ্রষ্টব্য) ড্রপ-ডাউন মেনু থেকে "Edit Connections..." সিলেক্ট করুন।

এবার Network Connections উইন্ডো থেকে DSL ট্যাবের Add বাটনে ক্লিক করুন

এবার Edit উইন্ডো আসলে প্রথমে Connection name-এর ঘরে আপনার পছন্দমত একটি নাম দিয়ে দিন, যেমন ছবিতে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি SMILE। এখন DSL ট্যাবের Username-এর ঘরে আপনার ইউজারনেম ও Password-এর ঘরে আপনার পাসওয়ার্ড বসিয়ে দিন। এই DSL ট্যাব ছাড়া আর কোনও ট্যাবে কিছু করার দরকার নেই। নিচের "Available to all users" চেক করে দিতে পারেন যদি আপনার উবুন্টুতে অন্য কোন ইউজার থেকে থাকে ও তাদের এই একই কানেকশন ব্যবহার করতে দিতে চান। আর উপরের "Connect automatically" চেক করে দিতে পারেন, এটা করলে উবুন্টু চালু হওয়ার পরপরই যখন NM Applet চালু হবে তখন এই কানেকশন অটোমেটিক কানেক্ট হবে। এবার Save বাটনে ক্লিক করে কানেকশন কনফিগারেশন সেভ করুন।

এখন আবার প্যানেলের NM Applet আইকনে ক্লিক করুন, এখন মেনুতে আপনার কানেকশনের দেয়া নাম(যেমন নিচের ছবিতে SMILE) দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে আপনার PPPoE কানেকশন কানেক্ট হওয়া শুরু করবে ও সব সেটিংস ঠিকঠাক মত হলে কানেক্ট হবে।

লক্ষ্য করুন, যদি আপনার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার দরকার হয় ও PPPoE কানেকশন তৈরীর সময় "Connect automatically" ব্যবহার করে থাকেন, তবে অবশ্যই আপনাকে উবুন্টু স্টার্টআপের সময় ম্যাক পরিবর্তন করতে হবে। স্টার্টআপের সময় অটোমেটিক ম্যাক কিভাবে পরিবর্তন করতে হয় সেটা জানার জন্য দেখুন এই লেখাটি

যদি কোন কারণে লাইন ড্রপ করে তবে nm applet রিস্টার্ট দেয়ার জন্য টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo service network-manager restart

বুধবার, ২৭ জুন, ২০১২

উবুন্টুতে যোগ করুন আপনার পছন্দের Login Sound

উবুন্টু ১২.০৪-এ ডিফল্টভাবে লগইন সাউন্ড অফ করে রাখা হয়েছে। আপনি চাইলে সহজেই উবুন্টুর ক্লাসিক লগইন সাউন্ড ফিরিয়ে আনতে পারেন। তবে আমি এই পোস্টে শুধু এই ক্লাসিক সাউন্ডই নয়, কিভাবে আপনার পছন্দের সাউন্ট বা টোন লগইন সাউন্ড হিসেবে যোগ করতে পারেন সেটা বলব। প্রথমে আসুন দেখে নেই কিভাবে ক্লাসিক সাউন্ডটি ফিরিয়ে আনা যায়।

উবুন্টুর উপরের প্যানেল থেকে একদম ডান কোনায় সেটিংস মেনু থেকে "Startup Applications..." সিলেক্ট করুন। এর Add বাটনে ক্লিক করুন। "Add Startup Program"-এ Name, Command ও Comment ঘরগুলোতে নিচের তিনটি লাইন লিখে দিন,

GNOME Login Sound
/usr/bin/canberra-gtk-play --id="desktop-login"
Login Sound

এরপর Add বাটনে ক্লিক করে প্রোগ্রামটি স্টার্টআপ অ্যাপ্লিকেশনে যোগ করুন। এখন লগআউট করে আবার লগইন করে দেখুন উবুন্টুর ক্লাসিক লগইন সাউন্ট শুনতে পাবেন।

আপনার পছন্দের সাউন্ডটি যোগ করার জন্য খেয়াল রাখতে হবে সেই ফাইলটি যেন ogg ফরম্যাটের হয়। অন্য ফরম্যাটের যেমন mp3 ফাইল কাজ করবে না। ফাইল কাটার ও কনভার্টার হিসেবে VLC ব্যবহার করতে পারেন। আমি কাটার হিসেবে ffmpeg ও কনভার্টার হিসেবে VLC ব্যবহার করেছিলাম। ffmpeg দিয়ে কনভার্ট করা ogg কাজ করেনি।

এখন মনে করি এই ফাইলটিকে আপনি আপনার হোম ফোল্ডারের Music ফোল্ডারে রেখেছেন, ফাইলটির নাম login.ogg। এবার উপরের নিয়ম অনুযাযী "Add Startup Program"-এ শুধুমাত্র Command-এর ঘরে নিচের লাইনটি বসিয়ে দিন,

/usr/bin/canberra-gtk-play --file="/home/iccheghuri/Music/login.ogg"

ব্যস, এখন লগআউট করে লগইন করে দেখুন আপনার পছন্দের সাউন্ড লগইন সাউন্ড হিসেবে শুনতে পাবেন। উল্লেখ্য যে, Command-এ ব্যবহৃত কমান্ডটি টার্মিনালে প্রয়োগ করে আগে দেখে নিতে পারেন ঠিক মত কাজ করে কিনা।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes