বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

BASH স্ক্রিপ্টের সাহায্যে অফলাইন উবুন্টুতে রিপোজিটরী আপডেট ও সফটওয়্যার ইন্সট্ল পদ্ধতি

ইন্টারনেট বিহীন উবুন্টুতে বিভিন্ন উপায়ে সফটওয়্যার ইন্সট্ল করা যায়। তবে আমার মতে সফটওয়্যার ইন্সটলের আগে একবার অন্তত রিপোজিটরী আপডেট করে নেয়া উচিত। অফলাইন উবুন্টুতে সফটওয়্যার ইন্সটলের জন্য Keryx একটি ভাল সফটওয়্যার। তবে এই লেখায় আমি দেখাব কিভাবে Bash স্ক্রিপ্টের সাহায্যে খুব সহজেই রিপোজিটরী আপডেট ও সফটওয়্যার ইন্সট্ল করা যায়। এখানে আমার অফলাইন উবুন্টু ভার্সন ছিল ১২.০৪ এবং অনলাইন উইন্ডোজ ছিল Windows-XP

প্রস্তুতিঃ
প্রথমে এখান থেকে উইন্ডোজের জন্য ব্যাশ win-bash ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন। মনে করি ফাইলগুলো ubuntu নামক ফোল্ডারে রাখা হল। এবার Bzip2 for Windows ডাউনলোডের জন্য এই লিন্কে যান। এই পেজের Download সেকশনে Binaries-এর Zip লিন্কে ক্লিক করুন। Bzip2 ডাউনলোড হলে এক্সট্রাক্ট করুন এবং শুধুমাত্র এর bin ফোল্ডারের ফাইলগুলো কপি করে ubuntu ফোল্ডারে রাখুন। এখান থেকে 'apt-packages.sh' ও 'apt-update.sh' স্ক্রিপ্ট দুটি ডাউনলোড করে ubuntu ফোল্ডারে রাখুন। ছবিতে দেখুন সব কিছু একই ফোল্ডারে রাখা হয়েছে।

বিকল্প উপায়ে এখান থেকে আপনি Ubuntu-Offline.zip ফোল্ডারটি ডাউনলোড করতে পারেন, এর ভেতর win-bash, Bzip2 ও স্ক্রিপ্ট দুটি একসাথে ubuntu নামের ফোল্ডারে রেখে আর্কাইভ করা আছে। একে এক্সট্রাক্ট করলেই সবকিছু এক জায়গায় পাবেন।


অফলাইনে রিপোজিটরী আপডেট পদ্ধতিঃ

১ম ধাপ-উবুন্টুঃ
টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo software-properties-gtk
এতে Software Sources উইন্ডো ওপেন হবে। এর Ubuntu Software ট্যাবে "Downloadable from internet"-এ main, universe, restricted ও multiverse লাইনগুলোর পাশে টিক দিয়ে দিন। আমরা এখানে কোন প্যাকেজের সোর্স ফাইল ডাউনলোড করব না, তাই "Source code"-এরপাশে টিক উঠিয়ে দিন। এর পর Download from-এ Main server সিলেক্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes