বুধবার, ২৭ জুন, ২০১২

উবুন্টুতে যোগ করুন আপনার পছন্দের Login Sound

উবুন্টু ১২.০৪-এ ডিফল্টভাবে লগইন সাউন্ড অফ করে রাখা হয়েছে। আপনি চাইলে সহজেই উবুন্টুর ক্লাসিক লগইন সাউন্ড ফিরিয়ে আনতে পারেন। তবে আমি এই পোস্টে শুধু এই ক্লাসিক সাউন্ডই নয়, কিভাবে আপনার পছন্দের সাউন্ট বা টোন লগইন সাউন্ড হিসেবে যোগ করতে পারেন সেটা বলব। প্রথমে আসুন দেখে নেই কিভাবে ক্লাসিক সাউন্ডটি ফিরিয়ে আনা যায়।

উবুন্টুর উপরের প্যানেল থেকে একদম ডান কোনায় সেটিংস মেনু থেকে "Startup Applications..." সিলেক্ট করুন। এর Add বাটনে ক্লিক করুন। "Add Startup Program"-এ Name, Command ও Comment ঘরগুলোতে নিচের তিনটি লাইন লিখে দিন,

GNOME Login Sound
/usr/bin/canberra-gtk-play --id="desktop-login"
Login Sound

এরপর Add বাটনে ক্লিক করে প্রোগ্রামটি স্টার্টআপ অ্যাপ্লিকেশনে যোগ করুন। এখন লগআউট করে আবার লগইন করে দেখুন উবুন্টুর ক্লাসিক লগইন সাউন্ট শুনতে পাবেন।

আপনার পছন্দের সাউন্ডটি যোগ করার জন্য খেয়াল রাখতে হবে সেই ফাইলটি যেন ogg ফরম্যাটের হয়। অন্য ফরম্যাটের যেমন mp3 ফাইল কাজ করবে না। ফাইল কাটার ও কনভার্টার হিসেবে VLC ব্যবহার করতে পারেন। আমি কাটার হিসেবে ffmpeg ও কনভার্টার হিসেবে VLC ব্যবহার করেছিলাম। ffmpeg দিয়ে কনভার্ট করা ogg কাজ করেনি।

এখন মনে করি এই ফাইলটিকে আপনি আপনার হোম ফোল্ডারের Music ফোল্ডারে রেখেছেন, ফাইলটির নাম login.ogg। এবার উপরের নিয়ম অনুযাযী "Add Startup Program"-এ শুধুমাত্র Command-এর ঘরে নিচের লাইনটি বসিয়ে দিন,

/usr/bin/canberra-gtk-play --file="/home/iccheghuri/Music/login.ogg"

ব্যস, এখন লগআউট করে লগইন করে দেখুন আপনার পছন্দের সাউন্ড লগইন সাউন্ড হিসেবে শুনতে পাবেন। উল্লেখ্য যে, Command-এ ব্যবহৃত কমান্ডটি টার্মিনালে প্রয়োগ করে আগে দেখে নিতে পারেন ঠিক মত কাজ করে কিনা।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

Lens Toggle দিয়ে ইউনিটি লেন্স এনাবল/ডিস্যাবল করার পদ্ধতি।

উবুন্টু ১২.০৪-এ ড্যাশে যে লেন্সগুলো রয়েছে সেগুলো এনাবল/ডিস্যাবল করার জন্য ডিফল্টভাবে কোন GUI সেটিংস দেয়া নেই। এগুলোর কোন একটি ড্যাশ থেকে রিমুভ করার জন্য আপনাকে সেটি আনইন্সটল করতে হবে। তবে আপনি যদি চান Lens Toggle ব্যবহার করে আপনি পছন্দ মত যে কোন লেন্সকে ডিস্যাবল করে আবার এনাবল করতে পারেন।

Lens Toggle খুবই সাদামাটা ইন্টারফেসে বানানো। এর সাহায্যে এক ক্লিকেই আপনি ড্যাশের ডিফল্ট লেন্সগুলো ছাড়াও বর্তমানে উবুন্টুর জন্য যত লেন্স পাওয়া যায়, তার সবই আপনি এনাবল/ডিস্যাবল করতে পারবেন।

Lens Toggle ইন্সটলের জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন,

sudo add-apt-repository ppa:aking1012-com/lenstoggle
sudo apt-get update
sudo apt-get install python-lenstoggler

ইন্সটল হয়ে গেলে ড্যাশ থেকে LensToggle চালু করুন।

এখন আপনার পছন্দমত লেন্স এনাবল/ডিস্যাবল করে Apply বাটনে ক্লিক করুন।

এখন আপনাকে ইউনিটি রিস্টার্ট করতে হবে। এজন্যে উবুন্টু থেকে লগআউট করে পুনরায় লগইন করুন। অথবা টার্মিনালে নিচের কমান্ডটি দিয়ে ইউনিটি রিস্টার্ট করতে পারেন।

setsid unity

মনে রাখবেন LensToggle-এ কাজ শেষে অবশ্যই ইউনিটি রিস্টার্ট করতে হবে, না হলে আপনার পরিবর্তিত সেটিংস কাজ করবে না।

সূত্রঃ WebUpd8

বুধবার, ২০ জুন, ২০১২

উবুন্টু ১২.০৪-এ ইন্টারনাল সিস্টেম এরর পপআপ নোটিফিকেশন বন্ধ করার পদ্ধতি।

Apport একটি ডিবাগিং টুল, যা অটোমেটিক্যালি বিভিন্ন ক্র্যাশ রিপোর্ট তৈরী করে। উবুন্টু ১২.০৪-এ এটি ডিফল্টভাবে দেয়া থাকে। আপনার উবুন্টুতে প্রায়শই "Sorry, Ubuntu 12.04 has experienced an internal error" টাইপের এরর মেসেজ দেখতে পাবেন, যা এক সময় বিরক্তিকর মনে হতে পারে।

এই Apport পপআপ বন্ধ করার জন্য আপনার টার্মিনালে প্রথমে নিচের কমান্ডটি দিন,

sudo gedit /etc/default/apport

এখন apport ফাইলের একদম শেষে "enabled=1" -কে "enabled=0" করে দিন। এরপর ফাইলটি সেভ করুন। পুনরায় যে কোন সময়ে আবার একে চালু করতে চাইলে 0-এর জায়গায় 1 করে দিলেই হবে।

সূত্রঃ WebUpd8

সোমবার, ১৮ জুন, ২০১২

উবুন্টু ১২.০৪-এ Guest সেশন Disable অথবা Enable করার পদ্ধতি।

উবুন্টুতে লগইন করার সময় আপনার ইউজার নেম ছাড়া Guest বলে আরেকটি সেশন থাকে। এতে যে কেউই আপনার পিসিতে ঢুকতে পারবে। তবে অবশ্যই অনেক উনি সব কিছুতে অ্যাকসিস পাবেন না। আপনি চাইলেই এই গেস্ট সেশন ডিস্যাবল করে রাখতে পারেন, যাতে করে আপনি ছাড়া আর কেউ আপনার পিসিতে ঢুকতে না পারে।

প্রথমেই একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন,

sudo gedit /etc/lightdm/lightdm.conf

এখন lightdm.conf ওপেন হলে দেখবেন এতে নিচের মত করে কয়েকটি লাইন লেখা আছে,

[SeatDefaults]
autologin-guest=false
autologin-user=icche_ghuri
autologin-user-timeout=0
autologin-session=lightdm-autologin
user-session=ubuntu
greeter-session=unity-greeter

এখন এই ফাইলের একদম শেষে নিচের লাইনটি লিখে দিন,

allow-guest=false

এবার ফাইলটি সেভ করে ক্লোজ করে দিন এবং আপনার উবুন্টু রিস্টার্ট করুন।

আপনি যদি পুনরায় গেস্ট অ্যাকাউন্ট এনাবল করতে চান, তাহলে lightdm.conf ফাইলে "allow-guest=false" লাইনটি ডিলিট করে ফাইল সেভ করে পিসি রিস্টার্ট দিলেই হবে।

সূত্রঃ Ubuntu Geek

শুক্রবার, ১৫ জুন, ২০১২

উবুন্টু বেজড ডিস্ট্রোগুলোতে সহজে সকল Startup Application প্রদর্শন করার পদ্ধতি

উবুন্টু-বেজড ডিস্ট্রোগুলোতে(যেমন, উবুন্টু, লিনাক্স মিন্ট, এলিমেন্টারী ওএস এবং অন্যান্য) Startup Applications Preferences ডায়লগ বক্সে সিস্টেমে ডিফল্ট যেসব অ্যাপ্লিকেশন স্টার্টআপের সময় চালু হয়, সেগুলোর নাম দেখতে পাবেন না। যেমন, আপনি যদি উবুন্টু ১২.০৪ ব্যবহার করেন, তবে উপরের প্যানেলের ডান কোনে থাকা সেটিংস মেনুতে ক্লিক করে "Startup Applications..."-এ যান। এটা পুরোপুরি ফাঁকা দেখতে পাবেন। শুধুমাত্র আপনি যদি নিজে কোন প্রোগ্রাম এটাতে যোগ করে দেন, তবে সেটা দেখতে পাবেন। কিন্তু সিস্টেমের এমন কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে যেগুলো স্টার্টআপের সময় লোড হওয়াটা অদরকারী মনে হয়। যেমন, আমার ডেস্কটপে ব্লুটুথের কোন কানেকশন নেই, আমি ফাইল শেয়ারিং ব্যবহার করি না, Gwibber-ও ব্যবহার করি না। কিন্তু এগুলো আপনি না চাইলেও স্টার্টআপের সময় লোড হচ্ছে।

Startup Applications Preferences ডায়লগ বক্সে সকল স্টার্টআপ অ্যাপ্লিকেশন প্রদর্শনের জন্য টার্মিনাল খুলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন,

sudo sed -i 's/NoDisplay=true/NoDisplay=false/g' /etc/xdg/autostart/*.desktop

কমান্ড দেয়ার পর Startup Applications Preferences বক্স...

আপনি যদি পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চান, অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো প্রদর্শন না করতে বা হাইড করতে চান, তাহলে টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo sed -i 's/NoDisplay=false/NoDisplay=true/g' /etc/xdg/autostart/*.desktop

লক্ষ্য করুন, স্টার্টআপ প্রোগ্রামগুলোর কোনটির কি কাজ ভালমত না জেনে ডিস্যাবল করবেন না।

সূত্রঃ Ubuntu Portal

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes