একটি সহজ উপায় হচ্ছে ডাউনলোড করা সাইট থেকে পাওয়া md5sum চেক করা। তবে এখানে আমি টার্মিনালে কমান্ডের মাধ্যমে কিভাবে ডাউনলোড করা আইএসও ফাইলটি বুটেবল চেক করা যায়, সেই পদ্ধতিটি দেখাব।
টার্মিনাল খুলে ডিরেক্টরী পরিবর্তন করে, যেখানে আপনার আইএসও ফাইলটি সেভ করা আছে সেখানে যান। তারপর নিচের কোডটি লিখুনঃ
isoinfo -d -i name_of_iso.iso
এই কমান্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন ঐ আইএসওতে El Torito সেকশন আছে কিনা। যেমন আমার পিসিতে ডাউনলোড করা "ubuntu-10.04.2-desktop-i386.iso" আইএসওটি চেক করার জন্য নিচের কমান্ডটি প্রয়োগ করিঃ
isoinfo -d -i ubuntu-10.04.2-desktop-i386.iso
এতে যে রেজাল্ট দেখাবে তার নিচের দিকের কথাগুলো এরকমঃ
Eltorito validation header: Hid 1 Arch 0 (x86) ID '' Key 55 AA Eltorito defaultboot header: Bootid 88 (bootable) Boot media 0 (No Emulation Boot) Load segment 0 Sys type 0 Nsect 4 Bootoff 8F 143
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন