মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

উবুন্টুতে ফন্ট ইন্সটল পদ্ধতি

নানান প্রয়োজনে আমাদের উবুন্টুতে ফন্ট ইন্সটলের দরকার পড়ে। উবুন্টুতে ফন্ট ইন্সটল এখন আগের চাইতে অনেক সহজ কাজ। কোন একটি ফন্ট ফাইল ডাবল ক্লিক করে ওপেন করুন। এরপর নিচের দিকে "Install" বাটনে ক্লিক করলেই আপনার ফন্টটি ইন্সটল হয়ে যাবে।


যদি একসাথে একাধিক ফন্ট একবারে ইন্সটল করতে চান, তাহলে প্রথমে আপনার হোম ফোল্ডারে যান। এখন Ctrl+H প্রেস করুন, তাহলে হোম ফোল্ডারের হিডেন ফোল্ডারগুলো দেখতে পাবেন। এখন এগুলো থেকে .fonts নামের ফোল্ডারে যান। যদি হোম ফোল্ডারে .fonts নামের কোন ফোল্ডার না থাকে তবে এই নামে একটি ফোল্ডার তৈরী করে নিন। এবার আপনি যে ফন্টগুলো ইন্সটল করতে চান, সেগুলো এই ফোল্ডারে কপি/পেস্ট করুন। এখন একটি টার্মিনাল ওপেন করে লিখুনঃ
sudo fc-cache -fv
ফন্ট ইন্সটল ঠিকঠাক মত শেষ হলে টার্মিনালে "fc-cache: succeeded" লেখাটি দেখাবে।

উপরের দুইটি পদ্ধতি শুধুমাত্র আপনি যে ইউজার নেম দিয়ে উবুন্টুতে লগইন করেছেন, সেই ইউজারের জন্য। যদি আপনার পিসিতে একাধিক ইউজার থাকে এবং সবার জন্য এই ফন্ট বা ফন্টগুলো ইন্সটল করতে চান, তবে প্রথমে টার্মিনালে নিচের কমান্ডটি লিখে এন্টার প্রেস করুনঃ
sudo nautilus /usr/share/fonts/
এরপর আপনার রুট পাসওয়ার্ড দিলে নটিলাস ওপেন হবে "/usr/share/fonts/" ডিরেক্টরীতে। এই ফোল্ডারে আপনার ফন্টগুলো কপি/পেস্ট করুন, নটিলাস উইন্ডোটি ক্লোজ করুন এবং টার্মিনালে লিখুনঃ
sudo fc-cache -fv
এখানে বিশেষ ভাবে লক্ষ করুন, যদি আপনার পিসিতে শুধুমাত্র একটি মাত্র ইউজারনেম থাকে তবে প্রথম দুইটির যেকোনটি অনুসরণ করুন। সুডো কমান্ডের মাধ্যমে নটিলাস বা অন্যকোন কিছু ওপেন করার ঝামেলা যথাসম্ভব এড়িয়ে চলুন।

লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪ ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes