সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

প্যানেলের ক্লক অ্যাপলেট কাস্টোমাইজেশন।

উবুন্টু ইন্সটলের পর উপরের প্যানেলে দিন-তারিখ-সময় সমন্বয়ে ক্লক অ্যাপলেট দেয়া থাকে। উবুন্টু ফন্ট সেটিংসে Application Font সেটিংসে যে ফন্ট/সাইজ দেয়া থেকে ঘড়িতে সেই ফন্ট/সাইজ ব্যবহৃত হয়। আপনি চাইলেই এই ঘড়ির ফন্ট/সাইজ ইচ্ছামত পরিবর্তন করতে পারেন, এমনকি ফন্টের রং পরিবর্তন সহ ফন্টকে বোল্ডও করতে পারেন। প্রথমে আসুন কিছু স্ক্রিনশট দেখে নেইঃ

Stacked
Just Time
OS X Style
যেভাবে পরিবর্তন করবেনঃ
১. Alt+F2 প্রেস করে নিচের কোড লিখে এন্টার প্রেস করুন

gconf-editor

২. কনফিগারেশন এডিটর উইন্ডোর বামের নেভিগেশন প্যানেল থেকে “Apps > Panel > Applets > Clock_Screen* > Prefs”-এ যান (*এই নামটি ভিন্ন হতে পারে, শুধু সেই অ্যাপলেটটি খুঁজে বের করুন যাতে Prefs ফোল্ডারটি আছে)।
৩. Format ভ্যালুতে ডাবল ক্লিক করে লিখুন custom।
৪. custom_format ভ্যলুতে ডাবল ক্লিক করুন এবং নিচের ফরম্যাট অনুসারে কোড পেস্ট করুন।



ফরম্যাট ও কোড
  •  Stacked

<sup><span rise="3000" font_desc="ubuntu 7.5" color="#DFD8C8" weight="normal">%a %d %b</span></sup>%n<sub><span font_desc="ubuntu 7.5" color="#DFD8C8" weight="bold">%I:%M %p</span></sub>


  • Just Time

<sup><span font_desc="Ubuntu 11" weight="Bold" >%I:%M %p</span></sup>


  • OS X Style

<sup><span font_desc="Ubuntu 12"> %a </span> <span font_desc="Ubuntu 12" weight="Bold" >%I:%M %p</span></sup>


লক্ষ্য করুন, প্রথম কোডে ফন্ট হিসেবে উবুন্টু ফন্ট এবং সাইজ ৭.৫ ব্যবহার করা হয়েছে। ফন্টের রং সেট করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়েছে। আপনার পছন্দের ফন্ট/সাইজ ও রং ব্যবহারের জন্য এগুলো এডিট করে দিন।
%a, %d, %b, %I, %M, %p এগুলো ঘড়ির বিভিন্ন প্যারামিটার। আরো প্যারামিটারের জন্য এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার পছন্দের প্যারামিটার যোগ করে দিন। %n দ্বারা নতুন লাইন বোঝানো হয়েছে, প্রথম কোডের ফলাফল হিসেবে দেখতেই পাচ্ছেন ছবিতে তারিখ এবং সময় দুটি লাইনে দেখানো হচ্ছে।
নিচে আমি এখন যেভাবে অ্যাপলেটটি সেট করেছি তার ছবি ও কোড দিলাম,


<sup><span font_desc="Ubuntu 10"> %a %d %b</span> <span font_desc="Ubuntu 11" weight="Bold" > %I:%M %p </span></sup>

সূত্রঃ How to customize the clock applet in Ubuntu
লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪.১ ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes