শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

উবুন্টুতে NM Applet দিয়ে সহজে গ্রাফিক্যালি PPPoE কানেক্ট করার পদ্ধতি

আমি এর আগে উবুন্টুতে টার্মিনালে কমান্ড লাইনের সাহায্যে PPPoE কানেক্ট করার পদ্ধতি লিখেছিলাম এখানে। সমস্যা হচ্ছে উবুন্টুর সাম্প্রতিক ভার্সনগুলোতে এই নিয়মে নেট কানেক্ট করলে বেশ ঝামেলা পোহাতে হয়। বেশীরভাগ সময়ই নেট কানেক্ট হয় না, কিংবা কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি নেটের লাইনের কোন সমস্যার কারণে নেট না পান, আর ঐ সময় যদি উবুন্টু চালু করেন, তাহলে বুটের সময় উবুন্টু এই কানেকশন সার্চ করতে থাকে এবং তা প্রায় ৫ মিনিটের বেশী সময় ধরে চলতে থাকে-যেটা খুবই বিরক্তিকর। এই লেখায় আমি দেখাব কিভাবে খুব সহজে উবুন্টুতে NM Applet দিয়ে গ্রাফিক্যালি PPPoE কানেক্ট করা যায়। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, এই নিয়মে নেট কানেক্ট করলে LAN কাজ করবে না। অর্থাৎ, আপনি গুগল, ফেসবুক ইত্যাদি সাইট ভিজিট করতে পারবেন, কিন্তু আপনার ল্যানের কোন পিসিতে কানেক্ট হতে পারবেন না।

আমি স্মাইল/বিডিকমের PPPoE ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। তাই এখানে উবুন্টুতে আমি কিভাবে স্মাইলের লাইন কানেক্ট করি সেটাই তুলে ধরছি।

প্রথমে প্যানেল থেকে NM Applet-এর আইকনে ক্লিক করে (ছবি-১ দ্রষ্টব্য) ড্রপ-ডাউন মেনু থেকে "Edit Connections..." সিলেক্ট করুন।

এবার Network Connections উইন্ডো থেকে DSL ট্যাবের Add বাটনে ক্লিক করুন

এবার Edit উইন্ডো আসলে প্রথমে Connection name-এর ঘরে আপনার পছন্দমত একটি নাম দিয়ে দিন, যেমন ছবিতে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি SMILE। এখন DSL ট্যাবের Username-এর ঘরে আপনার ইউজারনেম ও Password-এর ঘরে আপনার পাসওয়ার্ড বসিয়ে দিন। এই DSL ট্যাব ছাড়া আর কোনও ট্যাবে কিছু করার দরকার নেই। নিচের "Available to all users" চেক করে দিতে পারেন যদি আপনার উবুন্টুতে অন্য কোন ইউজার থেকে থাকে ও তাদের এই একই কানেকশন ব্যবহার করতে দিতে চান। আর উপরের "Connect automatically" চেক করে দিতে পারেন, এটা করলে উবুন্টু চালু হওয়ার পরপরই যখন NM Applet চালু হবে তখন এই কানেকশন অটোমেটিক কানেক্ট হবে। এবার Save বাটনে ক্লিক করে কানেকশন কনফিগারেশন সেভ করুন।

এখন আবার প্যানেলের NM Applet আইকনে ক্লিক করুন, এখন মেনুতে আপনার কানেকশনের দেয়া নাম(যেমন নিচের ছবিতে SMILE) দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে আপনার PPPoE কানেকশন কানেক্ট হওয়া শুরু করবে ও সব সেটিংস ঠিকঠাক মত হলে কানেক্ট হবে।

লক্ষ্য করুন, যদি আপনার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার দরকার হয় ও PPPoE কানেকশন তৈরীর সময় "Connect automatically" ব্যবহার করে থাকেন, তবে অবশ্যই আপনাকে উবুন্টু স্টার্টআপের সময় ম্যাক পরিবর্তন করতে হবে। স্টার্টআপের সময় অটোমেটিক ম্যাক কিভাবে পরিবর্তন করতে হয় সেটা জানার জন্য দেখুন এই লেখাটি

যদি কোন কারণে লাইন ড্রপ করে তবে nm applet রিস্টার্ট দেয়ার জন্য টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo service network-manager restart

বুধবার, ২৭ জুন, ২০১২

উবুন্টুতে যোগ করুন আপনার পছন্দের Login Sound

উবুন্টু ১২.০৪-এ ডিফল্টভাবে লগইন সাউন্ড অফ করে রাখা হয়েছে। আপনি চাইলে সহজেই উবুন্টুর ক্লাসিক লগইন সাউন্ড ফিরিয়ে আনতে পারেন। তবে আমি এই পোস্টে শুধু এই ক্লাসিক সাউন্ডই নয়, কিভাবে আপনার পছন্দের সাউন্ট বা টোন লগইন সাউন্ড হিসেবে যোগ করতে পারেন সেটা বলব। প্রথমে আসুন দেখে নেই কিভাবে ক্লাসিক সাউন্ডটি ফিরিয়ে আনা যায়।

উবুন্টুর উপরের প্যানেল থেকে একদম ডান কোনায় সেটিংস মেনু থেকে "Startup Applications..." সিলেক্ট করুন। এর Add বাটনে ক্লিক করুন। "Add Startup Program"-এ Name, Command ও Comment ঘরগুলোতে নিচের তিনটি লাইন লিখে দিন,

GNOME Login Sound
/usr/bin/canberra-gtk-play --id="desktop-login"
Login Sound

এরপর Add বাটনে ক্লিক করে প্রোগ্রামটি স্টার্টআপ অ্যাপ্লিকেশনে যোগ করুন। এখন লগআউট করে আবার লগইন করে দেখুন উবুন্টুর ক্লাসিক লগইন সাউন্ট শুনতে পাবেন।

আপনার পছন্দের সাউন্ডটি যোগ করার জন্য খেয়াল রাখতে হবে সেই ফাইলটি যেন ogg ফরম্যাটের হয়। অন্য ফরম্যাটের যেমন mp3 ফাইল কাজ করবে না। ফাইল কাটার ও কনভার্টার হিসেবে VLC ব্যবহার করতে পারেন। আমি কাটার হিসেবে ffmpeg ও কনভার্টার হিসেবে VLC ব্যবহার করেছিলাম। ffmpeg দিয়ে কনভার্ট করা ogg কাজ করেনি।

এখন মনে করি এই ফাইলটিকে আপনি আপনার হোম ফোল্ডারের Music ফোল্ডারে রেখেছেন, ফাইলটির নাম login.ogg। এবার উপরের নিয়ম অনুযাযী "Add Startup Program"-এ শুধুমাত্র Command-এর ঘরে নিচের লাইনটি বসিয়ে দিন,

/usr/bin/canberra-gtk-play --file="/home/iccheghuri/Music/login.ogg"

ব্যস, এখন লগআউট করে লগইন করে দেখুন আপনার পছন্দের সাউন্ড লগইন সাউন্ড হিসেবে শুনতে পাবেন। উল্লেখ্য যে, Command-এ ব্যবহৃত কমান্ডটি টার্মিনালে প্রয়োগ করে আগে দেখে নিতে পারেন ঠিক মত কাজ করে কিনা।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

Lens Toggle দিয়ে ইউনিটি লেন্স এনাবল/ডিস্যাবল করার পদ্ধতি।

উবুন্টু ১২.০৪-এ ড্যাশে যে লেন্সগুলো রয়েছে সেগুলো এনাবল/ডিস্যাবল করার জন্য ডিফল্টভাবে কোন GUI সেটিংস দেয়া নেই। এগুলোর কোন একটি ড্যাশ থেকে রিমুভ করার জন্য আপনাকে সেটি আনইন্সটল করতে হবে। তবে আপনি যদি চান Lens Toggle ব্যবহার করে আপনি পছন্দ মত যে কোন লেন্সকে ডিস্যাবল করে আবার এনাবল করতে পারেন।

Lens Toggle খুবই সাদামাটা ইন্টারফেসে বানানো। এর সাহায্যে এক ক্লিকেই আপনি ড্যাশের ডিফল্ট লেন্সগুলো ছাড়াও বর্তমানে উবুন্টুর জন্য যত লেন্স পাওয়া যায়, তার সবই আপনি এনাবল/ডিস্যাবল করতে পারবেন।

Lens Toggle ইন্সটলের জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন,

sudo add-apt-repository ppa:aking1012-com/lenstoggle
sudo apt-get update
sudo apt-get install python-lenstoggler

ইন্সটল হয়ে গেলে ড্যাশ থেকে LensToggle চালু করুন।

এখন আপনার পছন্দমত লেন্স এনাবল/ডিস্যাবল করে Apply বাটনে ক্লিক করুন।

এখন আপনাকে ইউনিটি রিস্টার্ট করতে হবে। এজন্যে উবুন্টু থেকে লগআউট করে পুনরায় লগইন করুন। অথবা টার্মিনালে নিচের কমান্ডটি দিয়ে ইউনিটি রিস্টার্ট করতে পারেন।

setsid unity

মনে রাখবেন LensToggle-এ কাজ শেষে অবশ্যই ইউনিটি রিস্টার্ট করতে হবে, না হলে আপনার পরিবর্তিত সেটিংস কাজ করবে না।

সূত্রঃ WebUpd8

বুধবার, ২০ জুন, ২০১২

উবুন্টু ১২.০৪-এ ইন্টারনাল সিস্টেম এরর পপআপ নোটিফিকেশন বন্ধ করার পদ্ধতি।

Apport একটি ডিবাগিং টুল, যা অটোমেটিক্যালি বিভিন্ন ক্র্যাশ রিপোর্ট তৈরী করে। উবুন্টু ১২.০৪-এ এটি ডিফল্টভাবে দেয়া থাকে। আপনার উবুন্টুতে প্রায়শই "Sorry, Ubuntu 12.04 has experienced an internal error" টাইপের এরর মেসেজ দেখতে পাবেন, যা এক সময় বিরক্তিকর মনে হতে পারে।

এই Apport পপআপ বন্ধ করার জন্য আপনার টার্মিনালে প্রথমে নিচের কমান্ডটি দিন,

sudo gedit /etc/default/apport

এখন apport ফাইলের একদম শেষে "enabled=1" -কে "enabled=0" করে দিন। এরপর ফাইলটি সেভ করুন। পুনরায় যে কোন সময়ে আবার একে চালু করতে চাইলে 0-এর জায়গায় 1 করে দিলেই হবে।

সূত্রঃ WebUpd8

সোমবার, ১৮ জুন, ২০১২

উবুন্টু ১২.০৪-এ Guest সেশন Disable অথবা Enable করার পদ্ধতি।

উবুন্টুতে লগইন করার সময় আপনার ইউজার নেম ছাড়া Guest বলে আরেকটি সেশন থাকে। এতে যে কেউই আপনার পিসিতে ঢুকতে পারবে। তবে অবশ্যই অনেক উনি সব কিছুতে অ্যাকসিস পাবেন না। আপনি চাইলেই এই গেস্ট সেশন ডিস্যাবল করে রাখতে পারেন, যাতে করে আপনি ছাড়া আর কেউ আপনার পিসিতে ঢুকতে না পারে।

প্রথমেই একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন,

sudo gedit /etc/lightdm/lightdm.conf

এখন lightdm.conf ওপেন হলে দেখবেন এতে নিচের মত করে কয়েকটি লাইন লেখা আছে,

[SeatDefaults]
autologin-guest=false
autologin-user=icche_ghuri
autologin-user-timeout=0
autologin-session=lightdm-autologin
user-session=ubuntu
greeter-session=unity-greeter

এখন এই ফাইলের একদম শেষে নিচের লাইনটি লিখে দিন,

allow-guest=false

এবার ফাইলটি সেভ করে ক্লোজ করে দিন এবং আপনার উবুন্টু রিস্টার্ট করুন।

আপনি যদি পুনরায় গেস্ট অ্যাকাউন্ট এনাবল করতে চান, তাহলে lightdm.conf ফাইলে "allow-guest=false" লাইনটি ডিলিট করে ফাইল সেভ করে পিসি রিস্টার্ট দিলেই হবে।

সূত্রঃ Ubuntu Geek

শুক্রবার, ১৫ জুন, ২০১২

উবুন্টু বেজড ডিস্ট্রোগুলোতে সহজে সকল Startup Application প্রদর্শন করার পদ্ধতি

উবুন্টু-বেজড ডিস্ট্রোগুলোতে(যেমন, উবুন্টু, লিনাক্স মিন্ট, এলিমেন্টারী ওএস এবং অন্যান্য) Startup Applications Preferences ডায়লগ বক্সে সিস্টেমে ডিফল্ট যেসব অ্যাপ্লিকেশন স্টার্টআপের সময় চালু হয়, সেগুলোর নাম দেখতে পাবেন না। যেমন, আপনি যদি উবুন্টু ১২.০৪ ব্যবহার করেন, তবে উপরের প্যানেলের ডান কোনে থাকা সেটিংস মেনুতে ক্লিক করে "Startup Applications..."-এ যান। এটা পুরোপুরি ফাঁকা দেখতে পাবেন। শুধুমাত্র আপনি যদি নিজে কোন প্রোগ্রাম এটাতে যোগ করে দেন, তবে সেটা দেখতে পাবেন। কিন্তু সিস্টেমের এমন কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে যেগুলো স্টার্টআপের সময় লোড হওয়াটা অদরকারী মনে হয়। যেমন, আমার ডেস্কটপে ব্লুটুথের কোন কানেকশন নেই, আমি ফাইল শেয়ারিং ব্যবহার করি না, Gwibber-ও ব্যবহার করি না। কিন্তু এগুলো আপনি না চাইলেও স্টার্টআপের সময় লোড হচ্ছে।

Startup Applications Preferences ডায়লগ বক্সে সকল স্টার্টআপ অ্যাপ্লিকেশন প্রদর্শনের জন্য টার্মিনাল খুলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন,

sudo sed -i 's/NoDisplay=true/NoDisplay=false/g' /etc/xdg/autostart/*.desktop

কমান্ড দেয়ার পর Startup Applications Preferences বক্স...

আপনি যদি পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চান, অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো প্রদর্শন না করতে বা হাইড করতে চান, তাহলে টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo sed -i 's/NoDisplay=false/NoDisplay=true/g' /etc/xdg/autostart/*.desktop

লক্ষ্য করুন, স্টার্টআপ প্রোগ্রামগুলোর কোনটির কি কাজ ভালমত না জেনে ডিস্যাবল করবেন না।

সূত্রঃ Ubuntu Portal

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

BASH স্ক্রিপ্টের সাহায্যে অফলাইন উবুন্টুতে রিপোজিটরী আপডেট ও সফটওয়্যার ইন্সট্ল পদ্ধতি

ইন্টারনেট বিহীন উবুন্টুতে বিভিন্ন উপায়ে সফটওয়্যার ইন্সট্ল করা যায়। তবে আমার মতে সফটওয়্যার ইন্সটলের আগে একবার অন্তত রিপোজিটরী আপডেট করে নেয়া উচিত। অফলাইন উবুন্টুতে সফটওয়্যার ইন্সটলের জন্য Keryx একটি ভাল সফটওয়্যার। তবে এই লেখায় আমি দেখাব কিভাবে Bash স্ক্রিপ্টের সাহায্যে খুব সহজেই রিপোজিটরী আপডেট ও সফটওয়্যার ইন্সট্ল করা যায়। এখানে আমার অফলাইন উবুন্টু ভার্সন ছিল ১২.০৪ এবং অনলাইন উইন্ডোজ ছিল Windows-XP

প্রস্তুতিঃ
প্রথমে এখান থেকে উইন্ডোজের জন্য ব্যাশ win-bash ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন। মনে করি ফাইলগুলো ubuntu নামক ফোল্ডারে রাখা হল। এবার Bzip2 for Windows ডাউনলোডের জন্য এই লিন্কে যান। এই পেজের Download সেকশনে Binaries-এর Zip লিন্কে ক্লিক করুন। Bzip2 ডাউনলোড হলে এক্সট্রাক্ট করুন এবং শুধুমাত্র এর bin ফোল্ডারের ফাইলগুলো কপি করে ubuntu ফোল্ডারে রাখুন। এখান থেকে 'apt-packages.sh' ও 'apt-update.sh' স্ক্রিপ্ট দুটি ডাউনলোড করে ubuntu ফোল্ডারে রাখুন। ছবিতে দেখুন সব কিছু একই ফোল্ডারে রাখা হয়েছে।

বিকল্প উপায়ে এখান থেকে আপনি Ubuntu-Offline.zip ফোল্ডারটি ডাউনলোড করতে পারেন, এর ভেতর win-bash, Bzip2 ও স্ক্রিপ্ট দুটি একসাথে ubuntu নামের ফোল্ডারে রেখে আর্কাইভ করা আছে। একে এক্সট্রাক্ট করলেই সবকিছু এক জায়গায় পাবেন।


অফলাইনে রিপোজিটরী আপডেট পদ্ধতিঃ

১ম ধাপ-উবুন্টুঃ
টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo software-properties-gtk
এতে Software Sources উইন্ডো ওপেন হবে। এর Ubuntu Software ট্যাবে "Downloadable from internet"-এ main, universe, restricted ও multiverse লাইনগুলোর পাশে টিক দিয়ে দিন। আমরা এখানে কোন প্যাকেজের সোর্স ফাইল ডাউনলোড করব না, তাই "Source code"-এরপাশে টিক উঠিয়ে দিন। এর পর Download from-এ Main server সিলেক্ট করুন

মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

উবুন্টুতে শাটডাউন শর্টকাট কী হিসেবে Ctrl+Alt+Delete সেট করার পদ্ধতি

আমি ১১.১০ থেকে লিখছি, তবে এই পদ্ধতি ভবিষ্যতের ভার্সনগুলোতেও কাজে লাগবে আশা করি।

ইউনিটি আসার আগে Ctrl+Alt+Delete শর্টকাট কী দিয়ে শাটডাউন করা যেত, কিন্তু এটা এখন লগআউটের শর্টকাট কী হিসেবে সেট করা হয়েছে। একে পুনরায় শাটডাউনের জন্য সেট করতে প্রথমে উপরের প্যানেলের একদম ডান কোনার সেটিংস মেনু থেকে System Settings > Keyboard-এ যান(শুধু Keyboard, Keyboard Layout নয়)। এবার Keyboard উইন্ডোর Shortcuts ট্যাবের বাম পাশের প্যানেল থেকে System অপশনে যান। এবার ডান পাশের প্যানেলে Log out অপশনের ডানপাশে শর্টকাট কী হিসেবে Ctrl+Alt+Delete দেখতে পাবেন। এই শর্টকাট কী'র উপরে ক্লিক করে কীবোর্ডের ব্যাকস্পেস চাপুন, তাহলে লগআউটের শর্টকাট হিসেবে Ctrl+Alt+Delete আনসেট হয়ে যাবে এবং সে জায়গায় Disable লেখা দেখতে পাবেন।

এখন ডান পাশের প্যানেলে একদম নিচে Custom Shortcuts সিলেক্ট করুন। এবার ডানপাশের প্যানেলের নিচের দিকে প্লাস(+) চিহ্নের ক্লিক করুন। এতে নতুন অপশন যোগ করার উইন্ডো পাবেন। এতে Name-এর ঘরে Shutdown এবং Command-এর ঘরে নিচের কোডটি লিখে Apply বাটন প্রেস করুন,

/usr/lib/indicator-session/gtk-logout-helper --shutdown

এবার Shutdown-এর ডান পাশে Disable লেখার উপর ক্লিক করুন, নতুন শর্টকাট কী চাইবে, Ctrl+Alt+Delete চাপুন। ব্যস কাজ শেষ, Keyboard উইন্ডো ক্লোজ করে দিন। এখন থেকে Ctrl+Alt+Delete চাপলে শাটডাউনের উইন্ডো আসবে।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

tar.bz2 আর্কাইভ ফাইল দিয়ে পোর্টেবল ফায়ারফক্স ব্যবহার পদ্ধতি।

উবুন্টুতে ডিফল্টভাবে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স দেয়াই থাকে। নতুন ভার্সন ব্যবহারের জন্য রিপো আপডেট করে ফায়ারফক্স আপগ্রেড করে নিলেই হয়। এছাড়া ফায়ারফক্সের 'স্ট্যাবল ' ও 'বেটা' দুটি পিপিএ আছে। এগুলো দিয়েও আপনি ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। তবে, এসব ছাড়াও আপনি ফায়ারফক্সের সাইট থেকে tar.bz2 এক্সটেনশনের আর্কাইভ ফাইল ডাউনলোড করে ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। এর অন্যতম সুবিধাটি হচ্ছে, এটি পোর্টেবল-অর্থাৎ, একে ব্যবহারের জন্য ইন্সটলের প্রয়োজন নেই। এক্সিকিউটেবল ফাইল ডাবল ক্লিক করে ওপেন করলেই ফায়ারফক্স চালু হয়ে যাবে। একে ইচ্ছা করলে আপনি আপনার অন্য লিনাক্স ডিস্ট্রোতেও ওপেন করতে পারবেন।

ফায়ারফক্সের এই পোর্টেবল ভার্সন ডাউনলোডের জন্য http://www.mozilla.org/en-US/firefox/new/ লিঙ্কে গিয়ে tar.bz2 এক্সটেনশনের আর্কাইভ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে আর্কাইভ ফাইলটিকে ওপেন করলে এর মধ্যে "firefox" নামের একটি ফোল্ডার পাবেন। একে আপনার ডিস্কে সুবিধামত জায়গায় এক্সট্রাক্ট করুন। যেমন, আমি আমার হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করেছি। এবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে "firefox" নামের ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করলেই পোর্টেবল ফায়ারফক্স চালু হয়ে যাবে।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes