সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০১১

PySDM: উইন্ডোজ পার্টিশন অটোমাউন্ট করুন উবুন্টুতে

উবুন্টুতে কোন পার্টিশন কিভাবে মাউন্ট হবে সেই তথ্যগুলো /etc/fstab-এ লিপিবদ্ধ থাকে। আপনি কোনো পার্টিশনে ফাইল ফোল্ডার তৈরী,কপি,পেস্ট কিংবা ডিলিট করতে পারবেন কিনা তার পারমিশনগুলো এই fstab ফাইলে দেয়া থাকে। PySDM বা Python Storage Device Manager দিয়ে আপনি এই কাজটি সহজে গ্রাফিক্যাল ইন্টারফেসে করতে পারেন। পার্টিশন মাউন্ট করার জন্য আরেকটি জনপ্রিয় প্যাকেজ হচ্ছে NTFS-Config। তবে এটা দিয়ে শুধুমাত্র ntfs পার্টিশনগুলোই মাউন্ট করতে পারবেন। অপরপক্ষে pysdm দিয়ে ntfs ছাড়াও উইন্ডোজে আরেকটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম FAT32 পার্টিশনকেও মাউন্ট করতে পারবেন।

PySDM ইন্সটলের জন্য টার্মিনালে লিখুনঃ
sudo apt-get install pysdm
ইন্সটল শেষ হলে System>Administration>Storage Device Manager থেকে PySDM চালু করুন। এখানে নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমার হার্ডডিস্কের মোট ৯টি পার্টিশন আছে। এরমধ্যে sda1,sda5-9 ছয়টি ntfs পার্টিশন এবং বাকি তিনটি উবুন্টুর রুট, হোম ও সোয়াপ। আমার কাজ হচ্ছে প্রথম ছয়টি এনটিএফএস পার্টিশনকে উবুন্টু চালু হওয়ার সময় অটোমাউন্ট করানো। (ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন)

এজন্যে প্রথমে sda1 সিলেক্ট করুন। তাহলে একটি মেসেজ আসবে যে, এই পার্টিশন কনফিগার করা হয়নি, আপনি এখন কনফিগার করতে চান কিনা। এটা আসলে OK সিলেক্ট করুন। এখন উপরের ছবির বাম পাশের মত অপশগুলি দেখতে পাবেন। Name-এ আপনার পার্টিশনের নাম লিখে দিন।


sda1, sda2 ইত্যাদির কোনটি নাম উইন্ডোজে কি তা জানার জন্যে মেনু থেকে System>Administration>Disk Utility যান।


এখন pysdm-এর Options ঘরে নিচের লেখাটি কপি করে পেস্ট করে দিন
rw,nosuid,nodev,default_permissions,uid=1000,gid=1000,umask=002
আপনার পার্টিশন যদি FAT32 বা vfat হয়ে থাকে, তবে সেক্ষেত্রে নিচের কোডটি ব্যবহার করুন,
user,auto,uid=1000,gid=1000,umask=002

এরপর নিচের Apply বাটন প্রেস করুন। এভাবে প্রত্যেকটি এনটিএফএস বা ফ্যাট পার্টিশনকে কনফিগার করে Apply করুন।

এখানে ধরে নেয়া হয়েছে আপনার uid=1000 এবং gid=1000 আপনার বর্তমান ইউজার অ্যাকাউন্টের জন্য uid ও gid জানার জন্য টার্মিনালে লিখুন
id
কমান্ডের রেজাল্টে uid ও gid ভ্যালু দেখতে পাবেন।


লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪.১ ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes