সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০১১

উবুন্টুতে ইন্সটল করুন Plymouth গ্রাফিক্যাল বুট প্রসেস থিম

প্লাইমাউথ হচ্ছে ফেডোরার একটি প্রজেক্ট যা কিনা ফ্লিকার মুক্ত গ্রাফিক্যাল বুট প্রসেস তৈরী করে। যারা ফেডোরা, কুবুন্টু বা অন্য কোন কেডিই ডিস্ট্রো ব্যবহার করেছেন, তারা হয়ত ইতিমধ্যে Plymouth থিমের নাম শুনেছেন বা ব্যবহার করেছেন। প্লাইমাউথের সাহায্যে আপনার উবুন্টুর বুট প্রসেসকে অত্যন্ত সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে পারেন। আসুন প্রথমে কিছু থিমের স্ক্রিনশট দেখে নেইঃ

ফেডোরার সোলার (উবুন্টু ভার্শন)


স্পেস সানরাইজ


ফেডইন


লুবুন্টু


আসুন এবার দেখে নেই কিভাবে প্লাইমাউথ থিম ইন্সটল করতে হয়। প্রথমে টার্মিনাল খুলে লেখুন,

sudo apt-get install plymouth-theme*


খেয়াল করুন কমান্ডের একদম শেষে একটি তারকা চিহ্ন আছে। এই কমান্ডে যেসব থিম ইন্সটল হবে সেগুলো হল, ফেডইন, গ্লো, কুবুন্টু, স্যাবিলি, স্ক্রিপ্ট, স্পিনফিনিটি, টেক্সট, উবুন্টু স্টুডিও, জুবুন্টু ও সোলার। স্পেস সানরাইজ থিমের জন্য এই লিঙ্ক থেকে ডেব প্যাকেজটি নামিয়ে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে টার্মিনালে লিখুন

sudo update-alternatives --config default.plymouth

তাহলে নিচের ছবির মত ইন্সটল থিমগুলোর একটি তালিকা দেখতে পাবেনঃ


এখান থেকে আপনার পছন্দের থিমটির পাশের নাম্বারটি লিখে( যেমন ছবিতে টার্মিনালের ক্রিনশটে দেখতে পাচ্ছেন, সোলার থিমটির জন্য 7 লেখা হয়েছে) এন্টার প্রেস করুন। এরপর টার্মিনালে লিখুন

sudo update-initramfs -u

কিছুক্ষণের মধ্যে ইন্সটল প্রসেস শেষ হবে। এরপর রিস্টার্ট দিয়ে দেখুন, আপনার বুট প্রসেস থিম পরিবর্তন হয়েছে কিনা।

এখানে উল্লেখ্য যে, প্লাইমাউথ এখনও ডেভলোপমেন্ট পর্যায়ে থাকায় এতে বাগ থাকতে পারে (সূত্র)। তবে, আমার ইন্টেল DG33FB'র মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্স দিয়ে থিমগুলো ব্যবহার করে দেখেছি, সবগুলোই কাজ করেছে।

সূত্রঃ উবুনটু বুট থিম চেনজ, ArchLinux Wiki
ছবিসূত্রঃ গুগল ইমেজ সার্চ 

লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪ ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes