শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১

উবুন্টুতে ব্যবহার করুন Mint Menu


যারা লিনাক্স মিন্ট ব্যবহার করেছেন, তারা এর মধ্যেই এই মিন্ট মেনুর সাথে পরিচিত। উবুন্টুর প্যানেলে যে মেনুটি দেয়া থাকে তার নাম মেনু বার। মিন্ট মেনুর ইন্টারফেস ও ইউজেবিলিটি এই মেনু বারের তুলনায় অনেক অনেকগুন ভাল। তাছাড়া এই মেনু বার প্যানেলের অনেকখানি জায়গা দখল করে রাখে। যারা একটি মাত্র প্যানেল ব্যবহার করতে চান তাদের জন্য এটি বিরক্তিকরই বটে। মিন্ট মেনু হতে পারে এক্ষেত্রে উপযুক্ত সমাধান।

মিন্ট মেনু ইন্সটলের জন্য প্রথমে পিপিএ যোগ করে নিন। এ জন্য টার্মিনালে লিখুনঃ
sudo add-apt-repository ppa:webupd8team/mintmenu
এরপর রিপোজিটেরী আপডেট করে নিনঃ
sudo apt-get update
আপডেট শেষে মিন্ট মেনু ইন্সটলের জন্য টার্মিনালে লিখুনঃ
sudo apt-get install mintmenu
ইন্সটল শেষে উপর বা নিচের যে প্যানেলে মেনুটি অ্যাড করতে চান, তাতে রাইট ক্লিক করে "Add to Panel..." সিলেক্ট করুন।

এবার Add to Panel উইন্ডো থেকে "mintMenu" সিলেক্ট করে "Add" বাটন ক্লিক করুন।

মেনুর কোন অপশন পরিবর্তনের জন্য মেনুর উপর রাইট ক্লিক করে "Preferences" সিলেক্ট করুন। এখানে প্যানেলে মেনুর নাম, মেনুর লোগো, মেনুতে আইকনের সাইজ, GTK Bookmarks, মেনুর থিম ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes