রবিবার, ১০ এপ্রিল, ২০১১

Nautilus Elementary - বাড়িয়ে দিন আপনার নটিলাসের সৌন্দর্য্যকে

নটিলাস হচ্ছে উবুন্টুর ডিফল্ট ফাইল ব্রাউজার, যেটা দিয়ে আমরা আমাদের পিসিতে থাকা ফাইল/ফোল্ডারগুলো ওপেন করি, বা কাট/কপি/পেস্ট সহ ইত্যাদি কাজ করে থাকি। যখন উবুন্টু কারমিক বা উবুন্টু ৯.১০ ডেভেলাপের কাজ চলছিল, তখন ডেভেলাপাররা একটি আইডিয়া দাঁড় করান, যাতে বলা হয় এই নটিলাসের মেনু এবং কলামগুলো অনেক বৃহৎ আকৃতির এবং এটা মনিটরের অনেক জায়গা দখল করে রাখে। এই আইডিয়া থেকেই পরবর্তীতে "নটিলাস এলেমেন্টারী"-র সূচনা হয়। এটি নটিলাসের আলাদা কোন ভার্সন নয়, বরং মূল নটিলাসের সাথে ছোট একটি প্যাচ ব্যবহৃত হয়।


মূল ফিচারসমূহ
  • অনেক সাধারণ কিন্তু চমৎকার ও আকর্ষনীয় নটিলাস ইন্টাফেস যা কিনা কেডিই'র ডলিফন ফাইল ব্রাউজারের মত দেখাবে।
  • প্রায় সকল থিমের সাথে কাজ করে
  • অসাধারণ Breadcrumbs

  • কম্বাইন্ড মোড বাটন, যা দিয়ে খুব সহজে আপনার ফোল্ডার ভিউ পরিবর্তন করতে পারবেন

  • সহজে ফোল্ডার কন্টেন্টের সাইজ পরিবর্তন

  • ভার্টিক্যাল ও হরাইজন্টাল টুলবার


ইন্সটল
একটি টার্মিনাল ওপেন করে লিখুনঃ
sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
এতে আপনার রিপোজিটরীতে নটিলাস এলিমেন্টারীর পিপিএ যোগ হবে। এরপর নিচের কমান্ডগুলো একটি একটি করে টার্মিনালে প্রয়োগ করুনঃ
sudo apt-get update
sudo apt-get upgrade
nautilus -q
এখানে বলে রাখা ভাল "sudo apt-get upgrade"-এর মাধ্যমে আপনার পুরো উবুন্টুর আপডেট হয়ে যাবে। সুতরাং আপনি যদি আগে কখনও উবুন্টু আপডেট না করে থাকেন তাহলে সব আপডেট একসাথে ডাউনলোড হবে। যদি সব কিছু আপডেট করতে না চান, তবে কমান্ডের পরিবর্তে System>Administration>Update Manager-এ গিয়ে নিচের ছবির মত প্যাকেজগুলো রেখে বাকিগুলো ডিসিলেক্ট করে দিন। এরপর Install Updates বাটনে ক্লিক করুন।

এখন Breadcrumbs ইন্সটলের জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো একটি একটি করে দিয়ে দিনঃ
cd
wget http://gnaag.k2city.eu/nautilus-breadcrumbs-hack.tar.gz
tar -xvf nautilus-breadcrumbs-hack.tar.gz
এখন নটিলাস ওপেন করে Edit>Preferences>Tweaks-এ যান এবং "Show like breadcrumbs" অপশনটিতে টিক দিয়ে দিন।

এখন নটিলাস রিস্টার্টের জন্য টার্মিনালে লিখুনঃ
nautilus -q
এখন নটিলাস ওপেন করে দেখুন নতুন নটিলাসের অসাধারণ চেহারা।

সূত্রঃ Tech Drive-in

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes