সোমবার, ১৮ জুন, ২০১২

উবুন্টু ১২.০৪-এ Guest সেশন Disable অথবা Enable করার পদ্ধতি।

উবুন্টুতে লগইন করার সময় আপনার ইউজার নেম ছাড়া Guest বলে আরেকটি সেশন থাকে। এতে যে কেউই আপনার পিসিতে ঢুকতে পারবে। তবে অবশ্যই অনেক উনি সব কিছুতে অ্যাকসিস পাবেন না। আপনি চাইলেই এই গেস্ট সেশন ডিস্যাবল করে রাখতে পারেন, যাতে করে আপনি ছাড়া আর কেউ আপনার পিসিতে ঢুকতে না পারে।

প্রথমেই একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন,

sudo gedit /etc/lightdm/lightdm.conf

এখন lightdm.conf ওপেন হলে দেখবেন এতে নিচের মত করে কয়েকটি লাইন লেখা আছে,

[SeatDefaults]
autologin-guest=false
autologin-user=icche_ghuri
autologin-user-timeout=0
autologin-session=lightdm-autologin
user-session=ubuntu
greeter-session=unity-greeter

এখন এই ফাইলের একদম শেষে নিচের লাইনটি লিখে দিন,

allow-guest=false

এবার ফাইলটি সেভ করে ক্লোজ করে দিন এবং আপনার উবুন্টু রিস্টার্ট করুন।

আপনি যদি পুনরায় গেস্ট অ্যাকাউন্ট এনাবল করতে চান, তাহলে lightdm.conf ফাইলে "allow-guest=false" লাইনটি ডিলিট করে ফাইল সেভ করে পিসি রিস্টার্ট দিলেই হবে।

সূত্রঃ Ubuntu Geek

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes