বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

Lens Toggle দিয়ে ইউনিটি লেন্স এনাবল/ডিস্যাবল করার পদ্ধতি।

উবুন্টু ১২.০৪-এ ড্যাশে যে লেন্সগুলো রয়েছে সেগুলো এনাবল/ডিস্যাবল করার জন্য ডিফল্টভাবে কোন GUI সেটিংস দেয়া নেই। এগুলোর কোন একটি ড্যাশ থেকে রিমুভ করার জন্য আপনাকে সেটি আনইন্সটল করতে হবে। তবে আপনি যদি চান Lens Toggle ব্যবহার করে আপনি পছন্দ মত যে কোন লেন্সকে ডিস্যাবল করে আবার এনাবল করতে পারেন।

Lens Toggle খুবই সাদামাটা ইন্টারফেসে বানানো। এর সাহায্যে এক ক্লিকেই আপনি ড্যাশের ডিফল্ট লেন্সগুলো ছাড়াও বর্তমানে উবুন্টুর জন্য যত লেন্স পাওয়া যায়, তার সবই আপনি এনাবল/ডিস্যাবল করতে পারবেন।

Lens Toggle ইন্সটলের জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন,

sudo add-apt-repository ppa:aking1012-com/lenstoggle
sudo apt-get update
sudo apt-get install python-lenstoggler

ইন্সটল হয়ে গেলে ড্যাশ থেকে LensToggle চালু করুন।

এখন আপনার পছন্দমত লেন্স এনাবল/ডিস্যাবল করে Apply বাটনে ক্লিক করুন।

এখন আপনাকে ইউনিটি রিস্টার্ট করতে হবে। এজন্যে উবুন্টু থেকে লগআউট করে পুনরায় লগইন করুন। অথবা টার্মিনালে নিচের কমান্ডটি দিয়ে ইউনিটি রিস্টার্ট করতে পারেন।

setsid unity

মনে রাখবেন LensToggle-এ কাজ শেষে অবশ্যই ইউনিটি রিস্টার্ট করতে হবে, না হলে আপনার পরিবর্তিত সেটিংস কাজ করবে না।

সূত্রঃ WebUpd8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes