বুধবার, ২০ জুন, ২০১২

উবুন্টু ১২.০৪-এ ইন্টারনাল সিস্টেম এরর পপআপ নোটিফিকেশন বন্ধ করার পদ্ধতি।

Apport একটি ডিবাগিং টুল, যা অটোমেটিক্যালি বিভিন্ন ক্র্যাশ রিপোর্ট তৈরী করে। উবুন্টু ১২.০৪-এ এটি ডিফল্টভাবে দেয়া থাকে। আপনার উবুন্টুতে প্রায়শই "Sorry, Ubuntu 12.04 has experienced an internal error" টাইপের এরর মেসেজ দেখতে পাবেন, যা এক সময় বিরক্তিকর মনে হতে পারে।

এই Apport পপআপ বন্ধ করার জন্য আপনার টার্মিনালে প্রথমে নিচের কমান্ডটি দিন,

sudo gedit /etc/default/apport

এখন apport ফাইলের একদম শেষে "enabled=1" -কে "enabled=0" করে দিন। এরপর ফাইলটি সেভ করুন। পুনরায় যে কোন সময়ে আবার একে চালু করতে চাইলে 0-এর জায়গায় 1 করে দিলেই হবে।

সূত্রঃ WebUpd8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes