শুক্রবার, ১৫ জুন, ২০১২

উবুন্টু বেজড ডিস্ট্রোগুলোতে সহজে সকল Startup Application প্রদর্শন করার পদ্ধতি

উবুন্টু-বেজড ডিস্ট্রোগুলোতে(যেমন, উবুন্টু, লিনাক্স মিন্ট, এলিমেন্টারী ওএস এবং অন্যান্য) Startup Applications Preferences ডায়লগ বক্সে সিস্টেমে ডিফল্ট যেসব অ্যাপ্লিকেশন স্টার্টআপের সময় চালু হয়, সেগুলোর নাম দেখতে পাবেন না। যেমন, আপনি যদি উবুন্টু ১২.০৪ ব্যবহার করেন, তবে উপরের প্যানেলের ডান কোনে থাকা সেটিংস মেনুতে ক্লিক করে "Startup Applications..."-এ যান। এটা পুরোপুরি ফাঁকা দেখতে পাবেন। শুধুমাত্র আপনি যদি নিজে কোন প্রোগ্রাম এটাতে যোগ করে দেন, তবে সেটা দেখতে পাবেন। কিন্তু সিস্টেমের এমন কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে যেগুলো স্টার্টআপের সময় লোড হওয়াটা অদরকারী মনে হয়। যেমন, আমার ডেস্কটপে ব্লুটুথের কোন কানেকশন নেই, আমি ফাইল শেয়ারিং ব্যবহার করি না, Gwibber-ও ব্যবহার করি না। কিন্তু এগুলো আপনি না চাইলেও স্টার্টআপের সময় লোড হচ্ছে।

Startup Applications Preferences ডায়লগ বক্সে সকল স্টার্টআপ অ্যাপ্লিকেশন প্রদর্শনের জন্য টার্মিনাল খুলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন,

sudo sed -i 's/NoDisplay=true/NoDisplay=false/g' /etc/xdg/autostart/*.desktop

কমান্ড দেয়ার পর Startup Applications Preferences বক্স...

আপনি যদি পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চান, অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো প্রদর্শন না করতে বা হাইড করতে চান, তাহলে টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo sed -i 's/NoDisplay=false/NoDisplay=true/g' /etc/xdg/autostart/*.desktop

লক্ষ্য করুন, স্টার্টআপ প্রোগ্রামগুলোর কোনটির কি কাজ ভালমত না জেনে ডিস্যাবল করবেন না।

সূত্রঃ Ubuntu Portal

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes